Blasts in Lahore: ভয়ে কাঁপছে লাহোর! সাতসকালে একের পর এক বিস্ফোরণ... কালো মেঘে ঢাকল আকাশ, দেখুন সেই 'সাংঘাতিক' ভিডিও
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
স্থানীয় সংবাদমাধ্যমের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, লাহোরের রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা ভয়ে তাঁদের বাড়িঘর থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হচ্ছেন।
লাহোর: পহেলগাঁও হামলার ১৫ দিনের মধ্যেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক ঘাঁটি। এই ‘অপারেশন সিঁদুর’-এর পরেই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চরমে চড়েছে। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। সীমান্তে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে পাকিস্তান। ভারতের এই প্রত্যাঘাতের পর থেকেই অশান্ত নিয়ন্ত্রণরেখা। এর মাঝেই লাহোরে ফের বিস্ফোরণ। বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বৃহত্তম শহর লাহোরের ওয়ালটন রোডে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেল।
سماع دوي انفجار في مدينة #لاهور الباكستانية#إرم_نيوز #باكستان #Pakistan #Lahore pic.twitter.com/Rgq613y7QS
— Erem News – إرم نيوز (@EremNews) May 8, 2025
advertisement
স্থানীয় সংবাদমাধ্যমের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, লাহোরের রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা ভয়ে তাঁদের বাড়িঘর থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হচ্ছেন। উল্লেখ্য, সীমান্ত উত্তেজনার কারণে লাহোর এবং শিয়ালকোটের বেশ কয়েকটি বিমান রুট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।
advertisement
لاہور میں دھماکے کی آوازیں۔۔۔۔🚨🚨
نصیر آباد کے قریب لوگ گھروں سے باہر نکل آئے۔۔۔۔
— Omar Malik (@Mr_OmarMalik) May 8, 2025
advertisement
অন্যদিকে পাকিস্তান বৃহস্পতিবার দ্বিতীয় দিনের জন্য কাশ্মীরের কুপওয়ারা জেলার কারনাহ এলাকায় গোলাগুলি চালিয়েছে ৷কাশ্মীরের কুপওয়ারার কারনাহ এলাকায় মধ্যরাতের পর শেল এবং মর্টার হামলা করা হয়েছে ৷ LoC এবং নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক জায়গায় পাকিস্তান গোলাবর্ষণ করছে। ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গ্রামগুলি লক্ষ্য করে গোলা এবং গুলিবর্ষণ চালাচ্ছে পাকিস্তান। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জম্মুর পুঞ্চ জেলাতে। মৃত্যু হয়েছে ১৩ জনের।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 08, 2025 9:09 AM IST