#Viral: তাড়াতাড়ি গাড়ি চালিয়ে মা পৌঁছলেন স্কুলে! বাচ্চার কোথায় ? ভিডিও মুহূর্তেই ভাইরাল

Last Updated:

হায় হায় মায়ের এ কী অবস্থা!!!

#কলকাতা: বাংলায় প্রচলিত প্রবাদ ‘মা হওয়া কী মুখের কথা’- শুধু বাংলাই বা কেন সারা পৃথিবীতেই মায়েদের কদর আলাদা ৷ কারণ তাঁরা যে পরিমাণ চাপ নিয়ে সন্তান মানুষ করে তোলেন তা নিশ্চিতভাবেই অনস্বীকার্য ৷ মায়েরা ছোট থেকে একটু একটু করে সন্তানকে বড় করে তোলেন ৷ এরপর সে যখন স্কুলে যায় তখনও বেশিরভাগ ক্ষেত্রেই মায়ের দায়িত্ব হয় যে তিনি রোজ তাঁর মেয়ে-ছেলেদের স্কুলের জন্য তৈরি করে খাইয়ে-দাইয়ে স্কুলে পৌঁছে দেবেন ৷
রোজ যেমন সন্তান স্কুলে যায় তেমনি মা-ও স্কুলে ক্লাস করা ছাড়া আগের পুরো হুজ্জতিটাই নিজের চওড়া কাঁধে সামলান ৷ এরকমই এক ‘মা ’ নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজের কর্মকাণ্ডের বিবরণ দিয়েছেন ৷ ভিডিওটি মাত্র ৪ দিনে ৪০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন ৷
দেখে নিন সেই ভিডিও
advertisement
এদিকে ভিডিওতে দেখা যাচ্ছে মা লেট হয়ে যাওয়ায় জোরে গাড়ি চালিয়ে স্কুলে পৌঁছে পিছনে ফিরে লক্ষ্য করেন যে তিনি সন্তানদের আদৌ গাড়িতেই তোলেননি! ভদ্রমহিলা অত্যন্ত হাসতে হাসতে নিজের এই অবস্থার ভিডিও পোস্ট করেছেন ৷ সেখানে তিনি বলেছেন কী করে তিনি এরকম করতে পারলেন ৷ ভিডিও করার সময় হেসে কুটিপাটি হয়ে গেছেন ওই মা ৷ তবে মায়ের এই অবস্থায় অনেকেই সমব্যথার হাত বাড়িয়ে দিয়েছে ৷ তাঁরা ওই কর্মক্লান্ত মাকে বিশ্রামে যাওয়ার পরাম্রশও দিয়েছেন ৷
advertisement
তাছাড়াও আরও মানুষ নানারকম রিঅ্যাকশন দিয়েছেন এই ভিডিও দেখার পর  ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
#Viral: তাড়াতাড়ি গাড়ি চালিয়ে মা পৌঁছলেন স্কুলে! বাচ্চার কোথায় ? ভিডিও মুহূর্তেই ভাইরাল
Next Article
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE