Morocco Earthquake Update: রাতের ভূমিকম্পে মৃত্যুপুরী মরক্কো, উদ্ধার একের পর এক লাশ! মৃত অন্তত ২০০০

Last Updated:

Morocco Earthquake Update: অসংখ্য মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন। আরও দেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার সারি সারি দেহ (ছবি-- সোশ্যাল মিডিয়া)
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার সারি সারি দেহ (ছবি-- সোশ্যাল মিডিয়া)
ম্যারাকেশ: শুক্রবার গভীর রাতে বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কো৷ মৃতের সংখ্যা বাড়তে বাড়তে ২০০০ জন ছাড়িয়েছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে-এর দাবি, উত্তর আফ্রিকার এই অংশে গত ১০০ বছরের বেশি সময়ে এমন ভয়ঙ্কর ভূমিকম্প হয়নি৷ মরক্কোর অন্যতম গুরুত্বপূর্ণ শহর ম্যারাকেশের ৭১ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূমিস্তরের ১৮.৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র৷ রাবাত, ক্যাসাব্ল্যাঙ্কা এবং ইসাওইরাতে কম্পনের তীব্রতা ও প্রভাব ভয়াবহ৷
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে শহরের গলিপথ বেয়ে উড়ে আসছে ধ্বংসস্তূপের খণ্ড৷ অসংখ্য মানুষ ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছেন। আরও দেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক বিল ম্যাকগুইর জানিয়েছেন, মরক্কোয় ভূমিকম্প খুব একটা হয় না। সে কারণে বাড়িগুলি পোক্ত ভাবে তৈরি নয়। তাই হতাহতের সংখ্যা এত বেশি। মরক্কোর রাজা চতুর্থ মহম্মদ সশস্ত্র বাহিনীকে উদ্ধার কাজে নামার নির্দেশ দিয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: বিতর্কিত প্রেমজীবন আশা ভোঁসলের, লতার ব্যক্তিগত সচিবের সঙ্গে গভীর প্রেম-বিয়ে, পরে ফের আর ডি-র স্ত্রী হন তিনি
স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে ভূমিকম্প হয়। ১৯ মিনিট পর হয় আর একটি আফটারশক। সেই কম্পনের মাত্রা ছিল ৪.৯। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬.৮। আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র পর্যটন শহর মারাক্কেশ থেকে ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হাই অ্যাটলাস পর্বতে। ভূপৃষ্ঠ থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে রয়েছে সেই কেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্র প্রত্যন্ত হাই অ্যাটলাস পর্বতে হলেও তার প্রভাব পড়েছে বহু দূর পর্যন্ত।
advertisement
আরও পড়ুন: গভীর চুম্বনে মত্ত রণবীর-আলিয়া, রকি-রানির একাধিক বাদ পড়া ঘনিষ্ঠ দৃশ্য শেয়ার করলেন করণ! দেখুন
এই ভূমিকম্পে মরক্কো জুড়ে যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য জারি করা হয়েছে কমলা অ্যালার্ট৷ অন্যান্য ক্ষেত্রে ক্ষতির জন্য হলুদ অ্যালার্ট জারি করা হয়েছে৷ ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলের হাসপাতালগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে আহতদের চিকিৎসা৷ ব্যাহত হয় বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবা৷ কম্পনের জের অনুভূত হয়েছে পড়শি দেশ আলজেরিয়াতেও৷ তবে সেখান থেকে কোনও ক্ষয়ক্ষতির খবর আসেনি৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Morocco Earthquake Update: রাতের ভূমিকম্পে মৃত্যুপুরী মরক্কো, উদ্ধার একের পর এক লাশ! মৃত অন্তত ২০০০
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement