বাথরুমেই ৪ বার প্রসব! শিশুদের 'শেষ' করে আলমারিতে রাখা... বছরের পর বছর কী করলেন মা?
- Published by:Tias Banerjee
Last Updated:
বাথরুমে একে একে সন্তানের জন্ম, তারপর হত্যা! আলমারিতে মেলে চার নবজাতকের দেহ—এক মায়ের ভয়াবহ কাণ্ড! কেন করলেন এমন? জানলে শিউরে উঠবেন!
অবিশ্বাস্য, কিন্তু একদম সত্যি! নিজের গর্ভে জন্ম দেওয়া সন্তানদের একে একে হত্যা করে, বছরের পর বছর সেই মৃতদেহগুলোর সঙ্গেই একই বাড়িতে বাস করছিলেন এক মা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই মা নিজের বাড়িতেই চারটি নবজাতকের জন্ম দেন। সবক’টি প্রসব বাথরুমে। তার পর তাদের হত্যা করে, দেহ লুকিয়ে রাখেন ঘরের আলমারি ও চিলেকোঠায়।
ঘটনাটি সামনে আসে কয়েক সপ্তাহ আগে। বাড়িওয়ালা তাঁকে বাড়ি খালি করতে নোটিস দেন। পরিদর্শনে গিয়ে তিনি দেখেন—এক নবজাতকের দেহ কাপড় ও প্লাস্টিক ব্যাগে মোড়া অবস্থায় আলমারির ভিতরে পড়ে আছে! তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
advertisement
advertisement

আমেরিকার পেনসিলভেনিয়ায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। অভিযুক্ত মহিলার নাম জেসিকা মাউথে (Jessica Mauthe), বয়স ৩৯ বছর। পুলিশ এসে বাড়ি তল্লাশি চালিয়ে আরও তিনটি নবজাতকের দেহ উদ্ধার করে। তিনটি দেহই চিলেকোঠায় টোট ব্যাগ ও প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা হয়েছিল।
advertisement
পুলিশি জেরায় জেসিকা বলেন, তিনি সব চারটি সন্তানের জন্ম দিয়েছেন নিজের বাথরুমে।
advertisement
জেসিকা বলেন, তিনি টয়লেটে সন্তান প্রসব করেছিলেন, তখন শিশুটি জীবিত ছিল, কাঁদছিলও। কিছুক্ষণ পর তিনি শিশুটিকে তোয়ালে দিয়ে মুড়িয়ে কোলে নেন। প্রায় ১৫-২০ মিনিট পর শিশুটি নিস্তব্ধ হয়ে যায়। তিনি দাবি করেন, জানেন না শিশুটি তাঁর চেপে ধরার কারণে, নাকি শ্বাসরোধ হয়ে মারা যায়।

advertisement
বিচারে ধরা দিল ভয়াবহ সত্য
পুলিশ জানিয়েছে, জেসিকা প্রত্যেক সন্তানের জন্ম ও মৃত্যুর বিষয়ে আলাদা আলাদা বয়ান দিয়েছেন, যা অত্যন্ত পরস্পরবিরোধী ও বিভ্রান্তিকর।
জেসিকার আইনজীবী চাক পাস্কাল (Chuck Pascal) আদালতে দাবি করেন,
“পুলিশের কাছে কোনও প্রমাণ নেই যে শিশুরা জীবিত ভূমিষ্ঠ হয়েছিল। কোনও ময়নাতদন্ত রিপোর্টও নেই। আর জেসিকার বক্তব্য বিশ্বাসযোগ্য নয়, কারণ সন্তান জন্মের সময় তিনি রক্তাল্পতা, তীব্র ব্যথা ও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।”
advertisement
তবে বিচারক জে. গ্যারি ডিকোমো (J. Gary DeComo) প্রতিরক্ষা পক্ষের যুক্তি খারিজ করে দেন। তিনি সমস্ত অভিযোগ বহাল রাখেন এবং জেসিকা মাউথেকে জামিন অযোগ্য অপরাধে জেল হাজতে পাঠান।
বর্তমানে মামলাটি তদন্তাধীন, এবং পরবর্তী শুনানির তারিখ এখনও ঘোষণা হয়নি।
সমাজ স্তব্ধ, প্রশ্ন একটাই—মা কীভাবে এমনটা করতে পারে?
এই ঘটনার পর পেনসিলভেনিয়ার ছোট শহরটি আতঙ্ক ও বিষাদে স্তব্ধ। প্রতিবেশীরা জানিয়েছেন, জেসিকা বরাবরই একা থাকতেন, খুব কম কথা বলতেন কারও সঙ্গে।
advertisement
তবুও—চারটি নবজাতকের দেহ আলমারি আর চিলেকোঠায় লুকিয়ে রেখে এত বছর বসবাস—এ যেন বাস্তবের গায়ে থ্রিলারের ছায়া।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
International
First Published :
October 31, 2025 2:43 PM IST


