বাথরুমেই ৪ বার প্রসব! শিশুদের 'শেষ' করে আলমারিতে রাখা... বছরের পর বছর কী করলেন মা?

Last Updated:

বাথরুমে একে একে সন্তানের জন্ম, তারপর হত্যা! আলমারিতে মেলে চার নবজাতকের দেহ—এক মায়ের ভয়াবহ কাণ্ড! কেন করলেন এমন? জানলে শিউরে উঠবেন!

পেনসিলভেনিয়ায় Jessica Mauthe-র চার নবজাতক হত্যার ভয়াবহ সত্য উন্মোচিত
পেনসিলভেনিয়ায় Jessica Mauthe-র চার নবজাতক হত্যার ভয়াবহ সত্য উন্মোচিত
অবিশ্বাস্য, কিন্তু একদম সত্যি! নিজের গর্ভে জন্ম দেওয়া সন্তানদের একে একে হত্যা করে, বছরের পর বছর সেই মৃতদেহগুলোর সঙ্গেই একই বাড়িতে বাস করছিলেন এক মা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই মা নিজের বাড়িতেই চারটি নবজাতকের জন্ম দেন। সবক’টি প্রসব বাথরুমে। তার পর তাদের হত্যা করে, দেহ লুকিয়ে রাখেন ঘরের আলমারি ও চিলেকোঠায়।
ঘটনাটি সামনে আসে কয়েক সপ্তাহ আগে। বাড়িওয়ালা তাঁকে বাড়ি খালি করতে নোটিস দেন। পরিদর্শনে গিয়ে তিনি দেখেন—এক নবজাতকের দেহ কাপড় ও প্লাস্টিক ব্যাগে মোড়া অবস্থায় আলমারির ভিতরে পড়ে আছে! তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
advertisement
advertisement
আমেরিকার পেনসিলভেনিয়ায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। অভিযুক্ত মহিলার নাম জেসিকা মাউথে (Jessica Mauthe), বয়স ৩৯ বছর। পুলিশ এসে বাড়ি তল্লাশি চালিয়ে আরও তিনটি নবজাতকের দেহ উদ্ধার করে। তিনটি দেহই চিলেকোঠায় টোট ব্যাগ ও প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা হয়েছিল।
advertisement
পুলিশি জেরায় জেসিকা বলেন, তিনি সব চারটি সন্তানের জন্ম দিয়েছেন নিজের বাথরুমে।
প্রথম শিশুর জন্মের পর তিনি “একটা ক্ষীণ শব্দ” শুনেছিলেন, তারপর অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর দেখেন, শিশুটি মৃত। দ্বিতীয় ও তৃতীয় সন্তানের বিষয়ে তাঁর দাবি—“তারা হয়তো মৃত জন্মেছিল, কারণ কোনও শব্দ শোনা যায়নি।” কিন্তু চতুর্থ শিশুর গল্প ভয়াবহ—জেসিকা বলেন, তিনি টয়লেটে সন্তান প্রসব করেছিলেন, তখন শিশুটি জীবিত ছিল, কাঁদছিলও। কিছুক্ষণ পর তিনি শিশুটিকে তোয়ালে দিয়ে মুড়িয়ে কোলে নেন। প্রায় ১৫-২০ মিনিট পর শিশুটি নিস্তব্ধ হয়ে যায়। তিনি দাবি করেন, জানেন না শিশুটি তাঁর চেপে ধরার কারণে, নাকি শ্বাসরোধ হয়ে মারা যায়।
advertisement

বিচারে ধরা দিল ভয়াবহ সত্য

পুলিশ জানিয়েছে, জেসিকা প্রত্যেক সন্তানের জন্ম ও মৃত্যুর বিষয়ে আলাদা আলাদা বয়ান দিয়েছেন, যা অত্যন্ত পরস্পরবিরোধী ও বিভ্রান্তিকর।
জেসিকার আইনজীবী চাক পাস্কাল (Chuck Pascal) আদালতে দাবি করেন,

“পুলিশের কাছে কোনও প্রমাণ নেই যে শিশুরা জীবিত ভূমিষ্ঠ হয়েছিল। কোনও ময়নাতদন্ত রিপোর্টও নেই। আর জেসিকার বক্তব্য বিশ্বাসযোগ্য নয়, কারণ সন্তান জন্মের সময় তিনি রক্তাল্পতা, তীব্র ব্যথা ও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।”

advertisement
তবে বিচারক জে. গ্যারি ডিকোমো (J. Gary DeComo) প্রতিরক্ষা পক্ষের যুক্তি খারিজ করে দেন। তিনি সমস্ত অভিযোগ বহাল রাখেন এবং জেসিকা মাউথেকে জামিন অযোগ্য অপরাধে জেল হাজতে পাঠান।
বর্তমানে মামলাটি তদন্তাধীন, এবং পরবর্তী শুনানির তারিখ এখনও ঘোষণা হয়নি।

সমাজ স্তব্ধ, প্রশ্ন একটাই—মা কীভাবে এমনটা করতে পারে?

এই ঘটনার পর পেনসিলভেনিয়ার ছোট শহরটি আতঙ্ক ও বিষাদে স্তব্ধ। প্রতিবেশীরা জানিয়েছেন, জেসিকা বরাবরই একা থাকতেন, খুব কম কথা বলতেন কারও সঙ্গে।
advertisement
তবুও—চারটি নবজাতকের দেহ আলমারি আর চিলেকোঠায় লুকিয়ে রেখে এত বছর বসবাস—এ যেন বাস্তবের গায়ে থ্রিলারের ছায়া।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাথরুমেই ৪ বার প্রসব! শিশুদের 'শেষ' করে আলমারিতে রাখা... বছরের পর বছর কী করলেন মা?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement