Putin Praises PM Modi: ‘গোটা জীবন জনসেবায় উৎসর্গ করেছেন...’, মোদির ভূয়সী প্রশংসা পুতিনের ! উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রবাসী ভারতীয়রা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
এদিন রাশিয়ার রাষ্ট্রপতির নোভো-ওগারিওভোর বাসভবনে চা পান করেন তাঁরা। তার আগে করমর্দন করে মোদিকে বুকে জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি পুতিন।
মস্কো: সোমবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই মোদির প্রথম মস্কো সফর। এদিন রাশিয়ার রাষ্ট্রপতির নোভো-ওগারিওভোর বাসভবনে চা পান করেন তাঁরা। তার আগে করমর্দন করে মোদিকে বুকে জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি পুতিন।
কথোপকথনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অকুন্ঠ প্রশংসা করে পুতিন বলেন, তিনি পুরো জীবন জনতার সেবার জন্য উৎসর্গ করেছেন। কাজ করছেন ভারতের ভালর জন্য। শুধু তাই নয়, টানা তৃতীয়বার জেতার জন্যও মোদিকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
পুতিন বলেছেন, “আপনার ব্যাপক উদ্যম। ভারতের ভালর জন্য কাজ করে চলেছেন। টানা তৃতীয়বার জয়ের জন্য অভিনন্দন জানাই। আপনি কাজ দিয়েই মানুষের মন জয় করেছেন। সাধারণ মানুষের সেবার জন্য উৎসর্গ করেছেন পুরো জীবন।’’
সঙ্গে পুতিন যোগ করেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারতে প্রতি বছর ২৩ মিলিয়ন শিশুর জন্ম হয়। এর মানে হল, ভারতীয়রা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছে। তাঁদের ভবিষ্যৎ নিরাপদ। আমি আপনাকে দেখে খুব খুশি হয়েছি।’’
advertisement
এই জয় সরকারের নীতির উপর দেশের জনগণের আস্থা বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি রাশিয়ায় আমন্ত্রণ জানানোর জন্য তিনি পুতিনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। মোদি বলেছেন, “ভারতের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৬৫ কোটি মানুষ ভোট দিয়েছেন। প্রায় ৬০ বছর পর একই সরকার টানা তৃতীয়বার জয় পেল। এর আগে নেহরুর এই কৃতিত্ব রয়েছে। আমি দেশবাসীর আশীর্বাদ পেয়েছি। বন্ধুর বাড়িতে এসে ভাল লাগছে। ডিনার এবং আড্ডার আমন্ত্রণ জানিয়েছেন পুতিন।’’
advertisement
প্রসঙ্গত, তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটাই মোদির প্রথম রাশিয়া সফর। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে দু’দিনের সফরে রাশিয়া গিয়েছেন তিনি। মস্কো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাশিয়ার প্রথম ডেপুটি মিনিস্টার ডেনিস মানতুরভ (চিনের রাষ্ট্রপতি শি জিনপিংকেও অভ্যর্থনা জানিয়েছিলেন তিনি)। বিমানবন্দরে গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে।
advertisement
রাশিয়ায় পা দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, মস্কো ও নয়াদিল্লির গভীর সম্পর্ক উভয় দেশের জনগণের জন্য উপকারী। তাঁর কথায়, “দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার অপেক্ষায়। এতে উভয় দেশের জনগণই উপকৃত হবেন।’’
advertisement
মানতুরভের সঙ্গে একই গাড়িতে হোটেলে পৌঁছন মোদি। সেখানে রাশিয়ানরা ভজন গেয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। নৃত্য পরিবেশন করেন ভারতীয়রা। মোদিকে উষ্ণ অভয়র্থনায় ভরিয়ে দেন প্রবাসী ভারতীয়রাও। ২০১৯ সালের পর প্রথম রাশিয়া সফরে মস্কোর কার্লটন হটেলে রয়েছেন মোদি।
দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে বার্ষিক শীর্ষ সম্মেলনে বসে ভারতের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার রাষ্ট্রপতি। এর আগে ২০২১ সালের ৬ ডিসেম্বর নয়াদিল্লিতে বার্ষিক শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে যোগ দিতে ভারত সফরে এসেছিলেন রাষ্ট্রপতি পুতিন। ৯ জুলাই রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন মোদি। গত ৪০ বছরে এটাই হবে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম অস্ট্রিয়া সফর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2024 11:23 AM IST