War in Ukraine: কী ভয়ানক! রাশিয়ার মিসাইল আছড়ে পড়ল খারকিভে, দেখলে শিউরে উঠবেন
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
War in Ukraine: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণের নির্দেশ দেওয়ার পর থেকে পঞ্চম দিনে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ ও ইউক্রেনের সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে।
#খারকিভ: মঙ্গলবার ইউক্রেনের (War in Ukraine) দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের আঞ্চলিক প্রশাসন ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে রাশিয়া। একটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর ভবনটিতে আগুন লেগে যায়। এই হামলার পরে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে।
পাশাপাশি, সোমবার খারকিভের আবাসিক এলাকাগুলিতেও গোলাগুলির (War in Ukraine) খবর পাওয়া গিয়েছে। খারকিভের গভর্নরের মতে, সোমবার ইউক্রেনের শহরে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
advertisement
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণের নির্দেশ দেওয়ার পর থেকে পঞ্চম দিনে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ ও ইউক্রেনের সেনারা লড়াই (War in Ukraine) চালিয়ে যাচ্ছে। রাশিয়া হামলার ঝাঁঝ বাড়িয়ে দেওয়া বিষয়ে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সোমবার গভীর রাতে একটি ভিডিও ভাষণে বলেছেন, "আমি বিশ্বাস করি রাশিয়া এ ভাবে ইউক্রেনের উপর চাপ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই চাপের কাছে নতি স্বীকার করার কোনও প্রশ্ন আসে না।"
advertisement
Missile attack on the Kharkiv regional administration, Sumska 64. Grad shelling at residential areas. Putin now in total war with Ukraine. pic.twitter.com/eXyfA4E4YI
— Maria Avdeeva (@maria_avdv) March 1, 2022
ইতিমধ্যে, রাশিয়ার বাহিনীর শত শত ট্যাঙ্ক এবং অন্যান্য যুদ্ধযানের ৪০ মাইল-এর একটি কনভয় রাজধানী কিয়েভে প্রবেশ করছে বলে খবর। রাষ্ট্রসংঘের মতে, গত সপ্তাহে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনে অন্তত ১০২ জন অসামরিক লোক মারা গিয়েছেন। রাষ্ট্রসংঘ বলেছে যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই লড়াই ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এর ফলে প্রায় ৫ লক্ষ ইউক্রেন নিবাসীকে বাধ্য হয়ে দেশ ছাড়তে হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, শেষ ৫ দিনে ইউক্রেনে প্রায় ৫৬টি মিসাইল হামলা করা হয়েছে। ১১৩টি ক্রুজ মিসাইলের মাধ্যমে হামলা করেছে রাশিয়া।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 01, 2022 3:28 PM IST