১০০ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেয়র, ছেলেকে আবেগঘন শুভেচ্ছা পরিচালক মীরা নায়ারের

Last Updated:

মামদানির এমন জয়ে ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের স্বনামধন্য ফিল্ম পরিচালক জোয়া আখতার। জোয়ার সেই পোস্ট নিজের সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়ে ছেলের এমন জয়ে তাঁকে শুভেচ্ছা জানালেন স্বয়ং স্বনামধন্য পরিচালক মীরা নায়ার। লিখলেন, ‘জোহরান ইউ বিউটি’। অন্যদিকে জোয়ার ওই পোস্টে লেখা, ‘‘শুভেচ্ছা, জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন, মাত্র চৌত্রিশ বছর বয়সে।’’

ছেলেকে আবেগঘন শুভেচ্ছা পরিচালক মীরা নায়ারের
ছেলেকে আবেগঘন শুভেচ্ছা পরিচালক মীরা নায়ারের
নিউইয়র্ক: নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন স্বনামধন্য পরিচালক মীরা নায়ারের পুত্র এবং ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। তিনিই হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। একইসঙ্গে নিউ ইয়র্কের গত ১০০ বছরের ইতিহাসে মামদানিই হবেন কনিষ্ঠতম মেয়র। মামদানির এমন জয়ে ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের স্বনামধন্য ফিল্ম পরিচালক জোয়া আখতার। জোয়ার সেই পোস্ট নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে ছেলের জয়ে তাঁকে শুভেচ্ছা জানালেন স্বয়ং স্বনামধন্য পরিচালক মীরা নায়ার। লিখলেন, ‘‘জোহরান ইউ বিউটি’’। অন্যদিকে জোয়ার ওই পোস্টে লেখা, ‘‘শুভেচ্ছা, জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন, মাত্র চৌত্রিশ বছর বয়সে।’’
বছর চৌত্রিশের মামদানির জন্ম উগান্ডার কাম্পালায়। তাঁর বাবা বিখ্যাত লেখক মাহমুদ মামদানি। তিনি মুম্বইতে জন্মগ্রহণ করেছিলেন। অন্যদিকে, জোহরানের মা হলেন স্বনামধন্য চিত্র পরিচালক মীরা নায়ার। জন্মের কিছু বছর পর মামদানি নিউ ইয়র্কে চলে আসেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা। এই কুইন্স শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশির বাস। সেখানে থাকতে থাকতেই বাংলা ভাষা রপ্ত করেছেন মামদানি। সমাজমাধ্যমে নির্বাচনী প্রচারে তাঁকে বাংলা ভাষাতেও কথা বলতে দেখা গিয়েছিল।
advertisement
advertisement
৬৮ বছরের মীরা এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গ তুলে বলেন, “আমার মা যেমন বলেছিলেন, ‘‘আমি পরিচালককে প্রডিউস করেছি’, আজ আমি গর্ব করে বলতে পারি, ‘আমি প্রার্থীকে প্রডিউস করেছি।’’
সস্তায় খাদ্য,বস্ত্র এবং বাসস্থান – নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য এই তিন প্রতিশ্রুতিই দিয়েছিলেন মামদানি। নিউ ইয়র্কের মেয়র নির্বাচন সম্পন্ন হতেই সকল ডেমোক্র্যাট নেতাদের অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
১০০ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেয়র, ছেলেকে আবেগঘন শুভেচ্ছা পরিচালক মীরা নায়ারের
Next Article
advertisement
'বন্ধু, রহো সাথে...' চোখের ঈশারাতেই ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু 'কথা' দিয়ে 'কথা' রেখেছেন উত্তম-উজ্জ্বলা
'বন্ধু, রহো সাথে..' চোখের ঈশারায় ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু কথা দিয়ে কথা রেখেছেন দম্পতি
  • ২৩ বছর ধরে কথা না বলেও ইশারায় সংসার চালাচ্ছেন উত্তম ও উজ্জ্বলা

  • শিলিগুড়িতে চা-বিস্কুট বিক্রি করে

  • প্রেম ও পাশে থাকার এ এক অনন্য নজির

VIEW MORE
advertisement
advertisement