প্রকাশ্যে অন্তর্বাস দেখা গেল রাজবধূ মেগানের, ভাইরাল সেই ছবি

Last Updated:

প্রাক্তন মার্কিন অভিনেত্রীর অন্তর্বাস দেখা গেল, সোশ্যাল মিডিয়ায় ছিছি রাজপরিবারের নববধূকে নিয়ে

#: নেটিজেনদের মধ্যে ভাইরাল এখন রাজবধূ মেগান মার্কেলের ছবি ৷ দিন কয়েক আগেই নিজের ৩৭ তম জন্মদিন পালন করেছেন মেগান ৷ এখন ফের একবার শিরোনামে ৷ কারণ ওয়ার্ডোব ম্যালফাংশন ৷
প্রিন্স হ্যারির ছোটবেলার বন্ধু চার্লির বিয়েতে গিয়েছিলেন ডাচেস অফ সাসেক্স মেগান ৷ সেখানেই বিপত্তি ৷ প্রিন্স পরেছিলেন টেলকোট ও গগলস ৷ আর মেগান পরেছিলেন ছোট হাতার ক্লাব মোনাকো ড্রেস, ব্লু টপ, রঙিন স্কার্ট, ও ফিলিপ ট্রেসি হ্যাট ৷ এই অবধি সব ঠিক ছিল ৷ কিন্তু মেগানের দারুণ পোশাক বোধ নিয়ে প্রশংসিত হয়ে শিরোনাম ছিনিয়ে নেননি ৷
advertisement
রাজবধূকে দেখতে চার্চের বাইরে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ ৷ আর তাদের দিকে মেগান যখন হাত নাড়ছিলেন তখন চিত্রগ্রাহকদের লেন্সে ধরা পরে যায় তাঁর ওয়ার্ডোব ম্যালফাংশনের ছবিটা ৷ ডাচেস অফ সাসেক্সের টপের একদম ওপরের বোতামটি খোলা রয়েছে ৷ আর সেখান দিয়ে মেগানের কালো রঙের অন্তর্বাস দেখা যাচ্ছে ৷ তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মেগানের এই সেই মোমেন্ট ৷
advertisement
advertisement
tweet_1 tweet_2 tweet_3
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রকাশ্যে অন্তর্বাস দেখা গেল রাজবধূ মেগানের, ভাইরাল সেই ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement