Salman Rushdie: সলমন রুশদিকে এলোপাথাড়ি কোপ! লেখকের এক চোখ অন্ধ করে দেওয়া হাদি মাতারের সাজা ঘোষণা করল আমেরিকার আদালত
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Salman Rushdie: লেখক সলমন রুশদির উপর হামলার ঘটনায় অভিযুক্ত হাদি মাতারের সাজা ঘোষণা করল আমেরিকার একটি আদালত।
লেখক সলমন রুশদির উপর হামলার ঘটনায় অভিযুক্ত হাদি মাতারের সাজা ঘোষণা করল আমেরিকার একটি আদালত। ভারতীয় বংশোদ্ভুত বিশ্ববিখ্যাত লেখকের উপর হামলার দোষী সাব্যস্ত ২৭ বছর বয়সী হাদি মাতারের ২৫ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা নিউ ইয়র্কের একটি আদালতের।
২০২২ সালে ব্রিটিশ-আমেরিকান লেখকের উপর প্রাণঘাতী হামলা চালায় হাদি মাতার নামে ওই যুবক। মঞ্চে উঠে লেখককে এলোপাথাড়ি অস্ত্র দিয়ে কোপাতে থাকে। লেখকের মাথা, চোখ, গলা, বুক, পা এবং হাতে ছুরি দিয়ে আঘাত করে হাদি মাতার। ছুরিকাঘাতে মঞ্চেই লুটিয়ে পড়েছিলেন বুকারজয়ী লেখক। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশকিছুদিন ভেন্টিলেশনেও ছিলেন রুশদি।
advertisement
আরও পড়ুন: একগাদা তেল শুষে নয়, লুচি ফুলকো হবে এই কয়েকটি উপায়ে! টিপস মানলেই কম তেলেই দিব্যি হবে ভাজা
advertisement
পরে সুস্থ হলেও নষ্ট হয়ে গিয়েছে তাঁর একটি চোখ। ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখকের একটি হাতও অকেজো। আদালতে মাতারের সাজা ঘোষণার জন্য অবশ্য সেখানে ফিরে আসেননি সলমন রুশদি। যদিও তিনি একটি বিবৃতিতে জানিয়েছিলেন কীভাবে তাঁর উপর হামলা করা হয়েছিল।
advertisement
বুকার পুরস্কার বিজয়ী উপন্যাসিক মঞ্চে ছিলেন এবং নিউ ইয়র্কের চৌতাকুয়া ইনস্টিটিউশনে দর্শকদের সামনে বক্তৃতা দিতে যাচ্ছিলেন যখন হামলাকারী তার দিকে ছুটে এসে তাকে আঘাত করে। সাজা ঘোষণার আগে, মাতার আদালতে বাকস্বাধীনতা সম্পর্কে একটি বিবৃতি দিয়েছিলেন, রুশদিকে “মিথ্যাবাদী” বলে অভিহিত করেছিল। বিচারের দ্বিতীয় দিনে, রুশদি প্রথমবারের মতো মাতারের মুখোমুখি হন।জুরির কাছে হামলার ভয়াবহ মুহূর্তগুলি বর্ণনা করেছিলেন তখনই। তিনি আদালতে স্বীকার করেছিলেন যে, তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তিনি মারা যাচ্ছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2025 10:07 PM IST