এক যুবকের ৫ বউ, ১১ সন্তান! কে আগে চুমু খাবে! বাড়ি ফিরতেই হুড়োহুড়িতে শেষে যা হল
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
আজকের গল্পটা ব্যারেট পরিবারের। পাঁচজন স্ত্রীকে নিয়ে তার বসবাস।
ক্যালিফোর্নিয়া: বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তে বিয়ে ঘিরে নানান চল রয়েছে। যেমন মহিলারা একাধিক পুরুষ সঙ্গীর সঙ্গে কাটাতে পারেন অন্যদিকে একাধিক স্ত্রীর সঙ্গেও বসবাস করতে দেখা যায় বহু পুরুষকে।
আজকের গল্পটা ব্যারেট পরিবারের। পাঁচজন স্ত্রীকে নিয়ে তার বসবাস। এর সঙ্গে রয়েছে ১১টি সন্তান। মোট ১৭ জন সদস্যের সংসার আর পাঁচটা সাধারণ পরিবারের মতোই।
ওই যুবক জানিয়েছেন, পাঁচ স্ত্রীই দিনরাত সাধারণত সংসারের কাজ করতেই ব্যস্ত থাকেন। সকলেই ওই যুবকের নজর কাড়তে চান। এই ধরনের প্রতিযোগিতা স্বাস্থকর বলেই মনে করেন ওই যুবক।
advertisement
advertisement
তাঁরা সকলেই ১১ সন্তানকে মানুষ করতে ব্যস্ত থাকেন। স্ত্রীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে অত্যন্ত খুশি হন।
যুবকের স্ত্রী অনেক সময়েই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতেই দেখা গেছে এক আদুরে মুহূর্ত।
দীর্ঘদিন যাবত যুবক বাড়িতে ছিলেন না। তাঁকে দেখেই সকলে আনন্দে লাফাতে শুরু করেন। কে আগে যুবককে জড়িয়ে ধরে চুমু খাবেন? তার জন্যেই স্ত্রীদের মধ্যে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। আর বহুদিন বাদে স্বামীকে ফিরে পেয়ে এই স্ত্রীদের উচ্ছাসের ভিডিও নেটপাড়াতে রীতিমত সাড়া ফেলে দেয়। যা দেখে চমকে ওঠে সাধারণ মানুষ।
advertisement
আরও পড়ুন: ১৬ জনের মৃত্যু, থাইল্যান্ড-কম্বোডিয়া তুমুল লড়াই!ব্যাঙ্কক-ফুকেট বেড়াতে যাওয়া কি নিরাপদ?
এই ভিডিও দেখে একজন লেখেন, ”আমি সত্যি বহুবিবাহ বুঝি না। এটাও তো একধরনের প্রতারণার শামিল। একসঙ্গে কীভাবে এতজনকে ভালবাসা যায়?”
অন্য একজন লিখেছেন, “ভারতে এমন ঘটনা ঘটলে এতক্ষণে ছিঃ ছিঃকার পড়ে যেত।”
আবার অনেকে লিখেছেন, “আজকের দিনে সুখে থাকাটাই মূল বিষয়। কাউকে দুঃখ না দিয়ে সকলের সঙ্গে খুশি থাকলেই হল।”
advertisement
এমন মিশ্র প্রতিক্রিয়া পেয়ে স্বামীর পক্ষ নিয়েছেন পাঁচ স্ত্রী। তাঁদের দাবি একজনের সঙ্গে সম্পর্কে থেকে প্রতারণা করার থেকে পাঁচজনকে নিয়ে একসঙ্গে সুখে শান্তিতে থাকাই শ্রেয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 27, 2025 2:28 PM IST
