কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষবিরতিতে রাজি থাইল্যান্ড! আরও একটা যুদ্ধ থামিয়ে কী লিখলেন ট্রাম্প

Last Updated:

অবশেষে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা হল। শনিবার মধ্যরাতে থাইল্যান্ডের পক্ষ থেকে এই কথা ঘোষণা করা হয়েছে। এই সংঘর্ষবিরতির ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ভূমিকা আছে বলে মনে করছেন আন্তর্জাতিক মহল।

দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতিতে প্রধান ভূমিকা পালন করেন ট্রাম্প। জানালেন থাই প্রধানমন্ত্রী
দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতিতে প্রধান ভূমিকা পালন করেন ট্রাম্প। জানালেন থাই প্রধানমন্ত্রী
ব্যাংকক: অবশেষে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা হল। শনিবার মধ্যরাতে থাইল্যান্ডের পক্ষ থেকে এই কথা ঘোষণা করা হয়েছে। এই সংঘর্ষবিরতির ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ভূমিকা আছে বলে মনে করছেন আন্তর্জাতিক মহল।
কারণ,এর কিছুদিন আগেই সংঘর্ষ থামাতে দুই দেশের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।
এই সংঘর্ষবিরতি সম্পর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পুমথাম ওয়েচাই বলেন, “কিছুক্ষণ আগেই আমার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে। তার অনুরোধেই থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুই দেশের পক্ষ থেকেই সংঘর্ষবিরতি মেনে নেওয়া হয়েছে। আমি এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই।”
advertisement
advertisement
ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে স্কটল্যান্ডে রয়েছেন। দুই দেশের মধ্যে চলতে থাকা এই সংঘর্ষ থামাতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল ওয়াশিংটন। আর এতেই কাজ হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, “দুই দেশই সংঘর্ষবিরতি এবং শান্তি খুঁজছিল। তাঁরা দ্রুত সংঘর্ষবিরতিতে এসেছে এবং আলোচনার মাধ্যমে দ্রুত শান্তির পথ খুঁজে নেবে।”
advertisement
ইতিমধ্যেই, থাই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা সংঘর্ষবিরতির পরে কম্বোডিয়ার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিতে আগ্রহী।
এই সংঘর্ষের ফলে ইতিমধ্যেই প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষ। আপাতত এই যুদ্ধ থেমে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরল দুই দেশের সাধারণ মানুষের কাছে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষবিরতিতে রাজি থাইল্যান্ড! আরও একটা যুদ্ধ থামিয়ে কী লিখলেন ট্রাম্প
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement