পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নাকি! বেশরম রঙ গানে উত্তাল নাচ, সত্যি খুঁজতে গিয়ে নেটিজেনরা গোয়েন্দা
- Published by:Debalina Datta
Last Updated:
বিলাওয়াল সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক ফোরামে ভারতের বিরুদ্ধে বিষোদগার করেছেন।
#নয়াদিল্লি: শাহরুখ খানের আসন্ন ছবি পাঠান-এর বিতর্কিত গান 'বেশরম রং'-এর একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে এক ব্যক্তিকে এই গানে নাচতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় লোকেরা এই ব্যক্তিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো হিসাবে দাবি করছেন। ফলে বিলাওয়াল ভুট্টো অর্থাৎ পাকিস্তানের মন্ত্রীকে এভাবে নাচতে ভাবায় ভাইরাল ভিডিও হতে সেটা সময় নেয়নি৷
এভাবে নাচতে থাকা এই ব্যক্তির অসাধারন চাল নিয়ে লোকে আরও মজা করছে তাঁকে বিলাওয়াল ভুট্টো ভেবে, কিন্তু আসলে বিলাওয়াল ভুট্টোর মতো দেখতে এই ব্যক্তির নাম মেহরোজ বেগ, যিনি করাচিতে মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশোনা করেন। আসলে তাঁকে বিলাওয়াল ভুট্টোর মতোই অবিকল এক দেখতে৷
Pakistan’s Foreign Minister Bilawal @BBhuttoZardari doing what he does best. pic.twitter.com/8BTlGWOwQB
— Tarek Fatah (@TarekFatah) January 22, 2023
advertisement
advertisement
পাকিস্তানি লেখক তারিক ফতেহ, যিনি ভিডিওটি শেয়ার করেছেন এবং এই ভিডিওতে দেখা ব্যক্তিকে বিলাওয়াল ভুট্টো হিসাবে লিখেছেন, ‘'পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো যা করতে পারেন তা করছেন।'’
আরও পড়ুন - বেশ্যাবৃত্তি করে টাকা উপার্জন করেছি! আদালতে দাঁড়িয়ে বোমা বলিউডের সুন্দরী নায়িকার, তোলপাড়
advertisement
এই ভিডিও ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া ৷
The person in the video isn't Bilawal Bhutto but Mehroz Baig. https://t.co/G3nZI3031c pic.twitter.com/qeLxN6jyDd
— Mohammed Zubair (@zoo_bear) January 22, 2023
आइए मिलिए एक बार पूर्व पाकिस्तान प्रधान मंत्री बेनज़ीर भुट्टो — जिन्हें आत्मघाती बम और गोलीबारी से मार कर हत्या कर दी थी — के इस लायक़ बेटे से ।
गौर तलब है की इस मुल्क के कुछ मियाँ बंदूको से बात करते है तो कुछ इन लचकीले नाच की कलाओं से — दोनो ही ख़तरनाकpic.twitter.com/UIfBLFKCNB — Rohan Dua (@rohanduaT02) January 21, 2023
advertisement
আসল ভিডিওটি শেয়ার করেছে। ভাইরাল এই ভিডিওটি শেয়ার করেছেন ইনায়া খান নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী। এই ভিডিওতে তিনি বিলাওয়ালের মতো দেখতে মেহরোজ নামের এক যুবকের সঙ্গে নাচছেন। ভিডিওর সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, এই নাচের পারফরম্যান্স ইনায়ার বোনের বিয়ের অনুষ্ঠানের।
বিলাওয়াল সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক ফোরামে ভারতের বিরুদ্ধে বিষোদগার করেছেন। গত বছরের ডিসেম্বরে, বিলাওয়াল ভুট্টো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিয়ে বেশ কয়েকটি বিবৃতি দিয়েছিলেন, যার বিরুদ্ধে দেশজুড়ে বিজেপি প্রতিবাদ করেছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2023 6:31 PM IST