Murder: স্ত্রীকে খুন করে ২০০টা টুকরো..তারপরেই গুগলে সার্চ! জানেন কী নিয়ে..গায়ে কাঁটা দেবে এই বীভৎস হত্যাকাণ্ডের পুরো ঘটনা শুনলে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Man Chops Wife's Body: স্ত্রীকে খুন করে ২০০ টিরও বেশি খণ্ড করেন যুবক৷ স্ত্রীর দেহের টুকরো রান্নাঘরে সংরক্ষণ করে রাখে ওই ব্যক্তি৷ পরে এক বন্ধুর সাহায্যে ফেলেও দেয়৷ মর্মান্তিক এই খুনের ঘটনা সাড়া ফেলেছে বিশ্ব জুড়ে৷
স্ত্রীকে খুন করে ২০০ টিরও বেশি খণ্ড করেন যুবক৷ স্ত্রীর দেহের টুকরো রান্নাঘরে সংরক্ষণ করে রাখে ওই ব্যক্তি৷ পরে এক বন্ধুর সাহায্যে ফেলেও দেয়৷ মর্মান্তিক এই খুনের ঘটনা সাড়া ফেলেছে বিশ্ব জুড়ে৷
জানা গিয়েছে, স্ত্রীকে হত্যা করার পরে, মেটসন গুগলে সার্চ করেন, ‘‘আমার স্ত্রী মারা গেলে আমি কী সুবিধা পাব?’’৷ “মৃত্যুর পরে কেউ কি আমাকে হন্ট করতে পারে”,এ কথাও গুগলে সার্চ করেন মেটসন৷
advertisement
advertisement
ইউনাইটেড কিংডমের অধিবাসী ২৮ বছরের নিকোলাস মেটসনের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে খুনের অভিযোগ ছিল৷ গত শুক্রবার তিনি ২৮-এর নিজেই খুনের কথা স্বীকারও করে নেন৷ খুনের এই ঘটনাটি ঘটেছে গতবছর মার্চে৷ আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী খুনের কারণ হিসেবেও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷
মেটসন তাঁর বন্ধু জোসুয়া হ্যানকককে পঞ্চাশ পাউন্ড দিয়ে স্ত্রীর দেহের টুকরো ফেলে দিতে বলেন৷ জানা গিয়েছে, দম্পতির বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই প্রথম সন্দেহ হয় বাড়ির অবস্থা দেখে৷ পুলিশ সদস্যরা ফ্ল্যাটটিতে অ্যামোনিয়া এবং ব্লিচের তীব্র গন্ধ পেয়েছিলেন। তারা বাথটাবে রক্তে ভেজা চাদর এবং মেঝেতে কালো দাগও খুঁজে পাওয়া যায়৷ পরে মৃতার সঙ্গে মিলে যায় সেই রক্তের নমুনা৷ কিন্তু কেন নিজের স্ত্রীকে খুন করে ২৮-এর তরুন?
advertisement
মর্মান্তিক খুনের কারণ হিসেবে উঠে এসেছে গার্হস্থ্য হিংসার তথ্য৷ জানা গিয়েছে, স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন মেটসন৷ তার হাতে একটি কামড়ের চিহ্ণও পাওয়া গিয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2024 1:47 PM IST