Murder: স্ত্রীকে খুন করে ২০০টা টুকরো..তারপরেই গুগলে সার্চ! জানেন কী নিয়ে..গায়ে কাঁটা দেবে এই বীভৎস হত্যাকাণ্ডের পুরো ঘটনা শুনলে

Last Updated:

Man Chops Wife's Body: স্ত্রীকে খুন করে ২০০ টিরও বেশি খণ্ড করেন যুবক৷ স্ত্রীর দেহের টুকরো রান্নাঘরে সংরক্ষণ করে রাখে ওই ব্যক্তি৷ পরে এক বন্ধুর সাহায্যে ফেলেও দেয়৷ মর্মান্তিক এই খুনের ঘটনা সাড়া ফেলেছে বিশ্ব জুড়ে৷

স্ত্রীকে খুন করে ২০০টা টুকরো..তারপরেই গুগলে সার্চ! জানেন কী নিয়ে..গায়ে কাঁটা দেবে এই বীভৎস হত্যাকাণ্ডের পুরো ঘটনা শুনলে
স্ত্রীকে খুন করে ২০০টা টুকরো..তারপরেই গুগলে সার্চ! জানেন কী নিয়ে..গায়ে কাঁটা দেবে এই বীভৎস হত্যাকাণ্ডের পুরো ঘটনা শুনলে
স্ত্রীকে খুন করে ২০০ টিরও বেশি খণ্ড করেন যুবক৷ স্ত্রীর দেহের টুকরো রান্নাঘরে সংরক্ষণ করে রাখে ওই ব্যক্তি৷ পরে এক বন্ধুর সাহায্যে ফেলেও দেয়৷ মর্মান্তিক এই খুনের ঘটনা সাড়া ফেলেছে বিশ্ব জুড়ে৷
জানা গিয়েছে, স্ত্রীকে হত্যা করার পরে, মেটসন গুগলে সার্চ করেন, ‘‘আমার স্ত্রী মারা গেলে আমি কী সুবিধা পাব?’’৷ “মৃত্যুর পরে কেউ কি আমাকে হন্ট করতে পারে”,এ কথাও গুগলে সার্চ করেন মেটসন৷
advertisement
advertisement
ইউনাইটেড কিংডমের অধিবাসী ২৮ বছরের নিকোলাস মেটসনের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে খুনের অভিযোগ ছিল৷ গত শুক্রবার তিনি ২৮-এর নিজেই খুনের কথা স্বীকারও করে নেন৷ খুনের এই ঘটনাটি ঘটেছে গতবছর মার্চে৷ আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী খুনের কারণ হিসেবেও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷
মেটসন তাঁর বন্ধু জোসুয়া হ্যানকককে পঞ্চাশ পাউন্ড দিয়ে স্ত্রীর দেহের টুকরো ফেলে দিতে বলেন৷ জানা গিয়েছে, দম্পতির বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই প্রথম সন্দেহ হয় বাড়ির অবস্থা দেখে৷ পুলিশ সদস্যরা ফ্ল্যাটটিতে অ্যামোনিয়া এবং ব্লিচের তীব্র গন্ধ পেয়েছিলেন। তারা বাথটাবে রক্তে ভেজা চাদর এবং মেঝেতে কালো দাগও খুঁজে পাওয়া যায়৷ পরে মৃতার সঙ্গে মিলে যায় সেই রক্তের নমুনা৷ কিন্তু কেন নিজের স্ত্রীকে খুন করে ২৮-এর তরুন?
advertisement
মর্মান্তিক খুনের কারণ হিসেবে উঠে এসেছে গার্হস্থ্য হিংসার তথ্য৷ জানা গিয়েছে, স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন মেটসন৷ তার হাতে একটি কামড়ের চিহ্ণও পাওয়া গিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Murder: স্ত্রীকে খুন করে ২০০টা টুকরো..তারপরেই গুগলে সার্চ! জানেন কী নিয়ে..গায়ে কাঁটা দেবে এই বীভৎস হত্যাকাণ্ডের পুরো ঘটনা শুনলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement