Maldives: মলদ্বীপের ভারত ‘বিরোধী’ মনোভাব! মাসুল দিতে গিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরের, তুমুল বিতর্ক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
শনিবার মলদ্বীপ সরকারের ‘একগুঁয়ে’ মনোভাবের জেরেই কার্যত বিনা চিকিত্সায় মৃত্যু হল এক যুবকের।
মলদ্বীপ: ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ফের খবরে মলদ্বীপ। মলদ্বীপের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শনিবার মলদ্বীপ সরকারের ‘একগুঁয়ে’ মনোভাবের জেরেই কার্যত বিনা চিকিত্সায় মৃত্যু হল এক কিশোর।
সূত্রের খবর অনুযায়ী, ১৩ বছরের এক কিশোরেরর মৃত্যু কারণ সঠিক সময়ে চিকিত্সার অভাব। মলদ্বীপের ভিলিঙ্গিলি দ্বীপের বাসিন্দা ওই কিশোরের মস্তিস্কে টিউমার হয়েছিল। শনিবার স্ট্রোকও হয়। কিশোরের স্বাস্থ্যের অবস্থার কথা বিবেচনা করে চিকিত্সকরা তাকে মলদ্বিপের রাজধানী মালেতে নিয়ে গিয়ে চিকিত্সার পরামর্শ দেন।
advertisement
advertisement
চিকিত্সকের পরামর্শ অনুযায়ী, কিশোরের পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুল্যান্সের আবেদন জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ভারতের দেওয়া একটি বিমানে ওই কিশোরকে মালেতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভারতের দেওয়া হেলিকপ্টার ব্যবহারে অনীহা প্রকাশ করে মলদ্বীপ সরকার। পরে অসুস্থ ছাত্রকে মালে চিকিত্সা জন্য নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার ১৩ বছরের ওই ছাত্রের মৃত্যু হয়। যদিও হাসপাতালের পক্ষ থেকে মৃত্যুর সঠিক কারণ হিসেবে কিছু জানানো যায়নি। তবে, ছাত্রের পরিবারের দাবি চিকিত্সায় দেরী হওয়াতেই মৃত্যু হয় ছাত্রের। মলদ্বীপ কর্তৃপক্ষ যদিও এয়ার অ্যাম্বুল্যান্সের বন্দোবস্ত করতে দেরি হওয়ার এই কারণ স্বীকার করেনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 21, 2024 10:27 AM IST