Viral Video: অদ্ভুত কাণ্ড, আগুন ছাড়াই তৈরি হচ্ছে ধোঁয়া ওঠা কফি! দেখুন সেই ভাইরাল ভিডিও
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
গরম কফি তৈরি করতে আগুন লাগবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আগুন ছাড়াই তৈরি হচ্ছে গরম গরম কফি।
শীতকাল আসতেই চা ছেড়ে কফিতে ঝুঁকেছেন অনেকে। কফি প্রেমীদের সংখ্যা ঠান্ডায় আরও বেশি। শীতের সকালে গরম গরম কফিতে চুমুক দেওয়ার আনন্দই আলাদা। আর গরম কফি তৈরি করতে আগুন লাগবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আগুন ছাড়াই তৈরি হচ্ছে গরম গরম কফি।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় আগুন ছাড়াই তৈরি হচ্ছে কফি। ভিডিওতে দেখা যাচ্ছে কোনও আগুন ছাড়াই বালিতেই তৈরি হচ্ছে কফি। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয় নি।
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, বালির মধ্যে একটি পাত্র রেখে সেটিকে ঘোরাচ্ছে এক ব্যক্তি। তারপরই গরম গরম কফি তৈরি হয়ে যাচ্ছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ভাইরাল হগ’-এ পোস্ট করা হয়েছে সেই ভিডিও। তবে ওই বালির নিচে আগুন জ্বলছে কি না তা বলা যাচ্ছে না।
advertisement
advertisement
ভিডিও দেখা গিয়েছে, একটি বড় চুল্লীর চারদিকে কার্ডবোর্ড বক্স দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তার মধ্যে বালির রেখে সেই বালিতেই তৈরি হচ্ছে কফি।
প্রসঙ্গত এটি কোনও সাধারণ কফি নয়। এটি ‘টার্কিশ কফি’ বা ‘তুর্কি কফি’। ওয়াদি রম মরুভূমির বালি দিয়ে বানান হয় এই কফি।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2024 7:57 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: অদ্ভুত কাণ্ড, আগুন ছাড়াই তৈরি হচ্ছে ধোঁয়া ওঠা কফি! দেখুন সেই ভাইরাল ভিডিও