Malaysian Navy Helicopters Crash: মাঝ আকাশে মালয়েশিয়ার নৌ-বাহিনীর ২টি হেলিকপ্টারের সংঘর্ষ ! সাংঘাতিক দুর্ঘটনায় মৃত্যু ১০ জনের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Malaysian Navy Choppers Collide: মালয়েশিয়ার নৌবাহিনী জানিয়েছে, দুই হেলিকপ্টারে থাকা মোট ১০ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।
কুয়ালালামপুর: মঙ্গলবার সকাল সকাল মালয়েশিয়া থেকে দুঃসংবাদ ৷ সেদেশের নৌ-বাহিনীর দুটি হেলিকপ্টারের সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জনের ৷ জানা গিয়েছে, রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডের প্রস্তুতি মহড়া চলছিল এদিন সকালে। সেই সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মালয়েশিয়ার নৌ-বাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার খবরটি জানানো হয়েছে ৷ এই দুর্ঘটনায় দুই হেলিকপ্টারে থাকা মালয়েশিয়ার নৌ-সেনার সদস্যদের কেউই আর বেঁচে নেই বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে ৷
BREAKING: 🇲🇾 2 military helicopters crash after mid-air collision in Malaysia, killing all 10 people on board pic.twitter.com/ckiEaqnd4R
— Megatron (@Megatron_ron) April 23, 2024
advertisement
advertisement
স্থানীয় সময় এদিন সকাল ৯টা ৩২ মিনিটে এই হেলিকপ্টারগুলির সংঘর্ষ হয়। এদিকে দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে নৌবাহিনী। মালয়েশিয়ার পশ্চিম অঞ্চলের পেরাক প্রদেশের লুমুতে নৌসেনা ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১০ জনকে মৃত বলে ঘোষণা করা হয় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2024 10:45 AM IST