Lottery News: লটারির টিকিট কেটে বউ ফেলে দিয়েছিলেন আবর্জনায়, এবার স্বামী যা করলেন...

Last Updated:

মহিলা প্রতি সপ্তাহে টিকিট কিনতেন...

Lottery News
Lottery News
#মেলবোর্ন: কখনও কখনও ভাগ্য এমন পরিস্থিতি তৈরি করে দেয় যখন সত্যিই আমরা ভাগ্যকে এড়িয়ে চলতে পারি না সেটা বুঝতে পারি৷ অস্ট্রেলিয়ায়  (Australia News) এরকম একটা ঘটনাই ঘটল৷ এক মহিলার সঙ্গে এমন ঘটনা ঘটল যে তিনি এখন থেকে চিরজীবন ভাগ্যের গুরুত্বকে একেবারে মাথায় নিয়েই চলবেন৷ ভদ্রমহিলা নিজের হাতে করে নিজের ভাগ্যকে আবর্জনার স্তূপে ফেলে দিয়েছিলেন৷ কিন্তু তাঁর স্বামী এই টিকিটটা জঞ্জালের স্তূপে পড়ে থাকতে দেখেন৷ সেই ফেলে দেওয়া লটারির টিকিট থেকেই ৭৫ লক্ষ টাকা জিতে যান তিনি৷
মহিলার নাম তো জানা নেই, কিন্তু ৫ ডলার এক গোল্ডেন এডিশন টিকিট কেটেছিলেন৷ সংযুক্ত আরব আমিরশাহিতে রিপোর্ট অনুযায়ি একটা আবর্জনা থেকে উদ্ধার করেন কোটি টাকার ভাগ্য৷ কিন্তু মহিলার কোনও আন্দাজও নেই যে কীভাবে তাঁর ভাগ্য ফেলে দিয়েছিলেন৷ কিন্তু মহিলার স্বামী আবর্জনা থেকে সেই টিকিট তুলে নিয়ে যান৷
advertisement
advertisement
লটারি জিতে ৭৫ লক্ষের পুরস্কার
মহিলাকে লটারির আধিকারিকরা ফোন করে প্রথমবার টিকিটের কথা বলেন তখন তিনি চমকে যান কারণ তাঁর কাছে স্ক্র্যাচ করার মতো কিছু ছিল না৷ কারণ তিনি সেটা আবর্জনায় ফেলে দিয়েছিলেন৷ তখনই তাঁর স্বামী আবর্জনার স্তুপ থেকে বার করে সেই টিকিটটিকে দেখতে বলেছিলেন৷ তখন নম্বর মিলিয়ে দেখা যায় যে মহিলা ৭৫ লক্ষ টাকার পুরস্কার পেয়েছে৷ যা এক লক্ষ ডলার ছিল সেখানের হিসেবের জন্য৷ এটা একটা বড় টাকার পুরস্কার৷
advertisement
মহিলা প্রতি সপ্তাহে টিকিট কিনতেন
মহিলার কথা অনুযায়ি তিনি প্রতি সপ্তাহে স্ক্র্যাচ অফ লটারি টিকিট কাটতেন৷ বছরের পর বছর তিনি এভাবে টিকিট কেটে গেছেন৷ তারপরেই এরকম বড় কিছু তাঁর হাতে এসেছে৷ এই দিয়ে তিনি নতুন গাড়ি কিনবেন৷ এর আগেও এখানে এক বয়স্ক ব্যক্তি কোটি টাকার পুরস্কার পেয়ে রাতারাতি বাড়ি বানিয়েছিলেন৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Lottery News: লটারির টিকিট কেটে বউ ফেলে দিয়েছিলেন আবর্জনায়, এবার স্বামী যা করলেন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement