#মুম্বই: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে জবরদস্ত বিয়ের বাড়ি সেলিব্রেট করে নিয়েছে৷ গ্লেন ম্যাক্সওয়েল তাঁর ফার্মাসিস্ট বউ ভিনি রামন বিয়ে করে নিয়েছেন আইপিএল চলাকালীন৷ রামন তামিল পরিবারের থেকে তাই বিয়েতে বর-বউ দুজনেই ভারতীয় ট্র্যাডিশানাল পোশাক পরেছিলেন৷ তাঁদের বিয়ের কার্ডও ছিল ট্র্যাডিশানাল তামিল স্টাইলে৷ সেটাও ভাইরাল হয়ে যায়৷ এবার ফের একবার তাঁদের রিসেপশন নিয়ে ভাইরাল খবর হল৷ এবার ভাইরাল হল কার শাড়ি কে পরেছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম৷ Photo Courtesy- Instagram