• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • মডেলের নিতম্বে কমাড় বসাল সিংহ, তারপর যা হল...! দেখুন ভিডিও

মডেলের নিতম্বে কমাড় বসাল সিংহ, তারপর যা হল...! দেখুন ভিডিও

Photo Source: Youtube

Photo Source: Youtube

 • Share this:

  #মস্কো: চলছিল ফোটোশ্যুট! ফ্লোরে উপস্থিত মডেল, ফোটোগ্রাফার, পরিচালক, টেকনিশিয়ানরা! শ্যুটিংয়ের প্রয়োজনেই আনা হয়েছিল একটি সিংহ শাবককে! আয়োজকরা ভেবেছিলেন, সিংহছানা লক্ষ্মীটি হয়ে পোজ দেবে, কিন্তু আচমকাই তার মন গেল বদলিয়ে! আর তারপর যা অবস্থা হল মস্কোর জনপ্রিয় টেলি-তারকা ও মডেল আনফিসা চেখোভার, তা বলার নয়! সেই ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়!

  ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ খোলামেলা পোশাকেই পোজ দিচ্ছিলেন আনফিসা। আয়োজকরা যতবারই মস্কো চিড়িয়াখানা থেকে আনা 'জ্যাক' নামের ওই সিংহশিশুকে তাঁর গায়ে স্থির হয়ে বসিয়ে রাখার চেষ্টা করছিলেন, সে ততবারই সরে যাচ্ছিল। এরকম সময়েই ঘটল সেই চরম বিপত্তি! জ্যাক কামড় বসাল মডেলের নিতম্বে, তাও বেশ কয়েকবার!

  দেখুন সেই ভিডিও-- তবে, আনফিসা ঘটনাটি বেশ হালকা ভাবেই নিয়েছেন । এমনকী, নিজেই   ইনস্টাগ্রামে পোস্ট করেন সেই ভিডিও ! আরও পড়ুন-যে দেশে একটি ডিমের দাম প্রায় ₹১০০০, বার্গার ₹৫০ লক্ষ!
  First published: