রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বেড়েছে বিক্রি, আমেরিকা-ইউরোপে চাহিদার শীর্ষে কেন এই ওষুধ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Potassium Iodide Pills: ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলা বা সেখানে কোনও দুর্ঘটনার কারণে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কাও দিন দিন বাড়ছে। এর ফলে আমেরিকা এবং ইউরোপে পটাশিয়াম আয়োডাইড পিলের চাহিদা বৃদ্ধি পেয়েছে।
#কলকাতা: ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার পারমাণবিক হামলা বা পারমাণবিক কেন্দ্রে হামলার কারণে বায়ুমণ্ডলে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কাও বাড়ছে। বিকিরণের প্রভাব এড়াতে বিশ্বে, বিশেষ করে আমেরিকা ও ইউরোপে, আয়োডিন সংক্রান্ত ওষুধের বিক্রি বেড়েছে। এ ওষুধের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এর দামও বাড়তে শুরু করেছে (Potassium Iodide)।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘ প্রসারিত প্রভাব লক্ষ্যণীয়। এই সংঘাত যত দীর্ঘতর হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার সঙ্গে সঙ্গে পারমাণবিক হামলার আশঙ্কাও থাকছে। ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলা বা সেখানে কোনও দুর্ঘটনার কারণে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কাও দিন দিন বাড়ছে। এর ফলে আমেরিকা এবং ইউরোপে পটাশিয়াম আয়োডাইড পিলের চাহিদা বৃদ্ধি পেয়েছে (Potassium Iodide)।
advertisement
advertisement
পারমাণবিক হামলায় কী হতে পারে?
পারমাণবিক হামলা বা নিউক্লিয়ার প্লান্টের ক্ষতি হলে তেজস্ক্রিয় আয়োডিন বাতাসে ছড়িয়ে পড়বে। এই পরিস্থিতিতে আয়োডিন ফুসফুস বা থাইরয়েড গ্রন্থি দ্বারা শোষিত হতে পারে। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে উঠবে।
পটাসিয়াম আয়োডাইড কী?
পটাশিয়াম আয়োডাইড একটি যৌগ, যা পটাশিয়াম এবং আয়োডিনের উপাদান দ্বারা গঠিত। যা রাসায়নিকভাবে কেএল (KI) হিসাবে লেখা হয়। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (CDC) অনুসারে, পটাশিয়াম আয়োডাইড হল আয়োডিনের একটি লবণ উপাদান যা থাইরয়েড গ্রন্থিকে তেজস্ক্রিয় আয়োডিন শোষণে বাধা দেয়।
advertisement
থাইরয়েড গ্রন্থি মানবদেহে এমন অনেক হরমোন তৈরি করে যা শরীরকে নিয়ন্ত্রণ করে। তেজস্ক্রিয় আয়োডিন থাইরয়েড গ্রন্থির ক্ষতি করে এবং তার প্রভাবে ক্যানসার হতে পারে।
আতঙ্ক শুধু আমেরিকায় নয়, ইউরোপেও দেখা যাচ্ছে। ইউরোপের অনেক দেশেই এ ধরনের ওষুধ মজুত হয়েছে। বেলজিয়ামে তিন হাজার নাগরিক এই ওষুধের জন্য ফার্মেসির দোকানে পৌঁছেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিনল্যান্ডেই পটাসিয়াম-আয়োডিন জাতীয় ওষুধের চাহিদা শতগুণ বেড়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকায় এই ওষুধের দাম বেড়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে থাইরোসেফ পটাশিয়াম আয়োডাইডের দাম বাড়ানো হয়েছে। চিকিৎসকরা এই ওষুধটি কেবলমাত্র তখনই নেওয়ার পরামর্শ দেন যদি কেউ এই বিকিরণের সংস্পর্শে আসে। সিডিসির ওয়েবসাইটে বলা হয়েছে, যে এই ওষুধটি বেশি পরিমাণে গ্রহণ করলে তা আরও সুরক্ষা দেবে, ব্যাপারটা মোটেও সেরকম নয়, বরং ক্ষতিই হতে পারে। ওষুধটি গুরুতর অসুস্থতা এমনকী মৃত্যুরও কারণ হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2022 6:08 PM IST