কেন আজ বোকা বানানো হয় জানেন?
Last Updated:
#লন্ডন: সকাল থেকে কতজনকে বোকা বানালেন আজ? ১ এপ্রিল মানেই কাছের মানুষদের বোকা বানানোর দিন৷ জানেন কি কেন এপ্রিল মাসের প্রথম দিনকে এপ্রিল ফুল'স ডে বা অল ফুল'স ডে বলা হয়?
প্রাচীন রীতি অনুযায়ী রোমান ও হিন্দুরা এপ্রিল মাসের ১ তারিখেই উদযাপন করতো নববর্ষ৷ ভারলান ইকুইনক্স দিনের (২০ বা ২১ মার্চ) তারিখ মাথায় রেখেই তৈরি হয়েছিল এই ক্যালেন্ডার৷ মধ্যযুগে ইউরোপের বহু দেশে মার্চ মাসের ২৫ তারিখ বছরের প্রথম দিন হিসেবে উদযাপন শুরু হয়৷
১৫৮২ সালে পোপ তৃতীয় গ্রেগরি জুলিয়ান ক্যালেন্ডারের বদলে সম্পূর্ণ নতুন ক্যালেন্ডার তৈরির নির্দেশ দেন৷ এই ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরুর দিন ১ জানুয়ারি৷ সেই বছরই ফরাসিরাও এই দিন থেকেই পালন শুরু করে নববর্ষ৷ তবে অনেকেই এইদিনকে বছরের প্রথম দিন হিসেবে পালন করতে অস্বীকার করে৷ পুরনো রীতি মেনে ১ এপ্রিলই তারা নববর্ষ পালন করতে থাকে৷ এদের নিয়ে মজা করতে শুরু করে বাকিরা৷ বিভিন্ন রকম কাজের মাধ্যমে বোকা বানানো শুরু হয় এদের৷ ধীরে ধীরে গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে এই মজার করার রীতি৷
advertisement
advertisement
যদিও এটাই এপ্রিল ফুল নিয়ে প্রচারিত একমাত্র গল্প নয়৷ ইতিহাসে প্রসিদ্ধ রয়েছে আরও বেশ কয়েকটি গল্প৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2019 6:59 PM IST