Bangladesh: মাথা লক্ষ্য করে পর পর গুলি, বাংলাদেশে সংখ্যালঘু ছাত্রের নৃশংস পরিণতি! কেন খুন অর্ণব?

Last Updated:

খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ুয়া ছিলেন অর্ণব৷ শুক্রবার রাতে খুলনার তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি৷

নিহত অর্ণবকুমার সরকার৷
নিহত অর্ণবকুমার সরকার৷
খুলনা: এবার বাংলাদেশে মাথায় গুলি করে খুন করা হল এক সংখ্যালঘু ছাত্রকে৷ মৃত ওই ছাত্রের নাম অর্ণবকুমার সরকার৷ ২৬ বছর বয়সি ওই যুবক খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন৷
খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ুয়া ছিলেন অর্ণব৷ শুক্রবার রাতে খুলনার তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আচমকাই মোটরসাইকেল করে চার পাঁচ জন দুষ্কৃতী সেখানে হাজির হয়ে খুব কাছ থেকে অর্ণবকে লক্ষ্য করে গুলি চালায়৷ গুলি লাগবে অর্ণবের মাথায়৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন অর্ণব৷
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারাই অর্ণবকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মহম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের গুলিতে এক পড়ুয়ার মৃত্যু হয়েছে৷ কেন তাঁকে খুন করা হল, তা তদন্ত করে দেখছে পুলিশ৷
advertisement
স্থানীয় সূত্রে খবর, সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর তাঁর মুক্তির দাবিতে সরব হন অর্ণব৷ সেই কারণেই তাঁকে খুন হতে হল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে৷ অভিযুক্তদের গ্রেফতার করার চেষ্টা চলছে বলে জানিয়েছে বাংলাদেশের পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh: মাথা লক্ষ্য করে পর পর গুলি, বাংলাদেশে সংখ্যালঘু ছাত্রের নৃশংস পরিণতি! কেন খুন অর্ণব?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement