India Bangladesh border: নদিয়ায় বাংলাদেশ সীমান্তে মাটির নীচে তিন তিনটি গোপন বাঙ্কারের খোঁজ, ভিতরে কী? চমকে উঠল বিএসএফ

Last Updated:
শুক্রবার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মাজদিয়ার একটি বাগানের ভিতর থেকে এই তিনটি বাঙ্কার উদ্ধার হয়৷
1/7
ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালান, গরু পাচার রুখতে গিয়ে গত কয়েকদিনে বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে বিএসএফ৷ কাঁটাতারের বেড়া দিতে গেলে আপত্তি জানিয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি-ও৷
ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালান, গরু পাচার রুখতে গিয়ে গত কয়েকদিনে বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে বিএসএফ৷ কাঁটাতারের বেড়া দিতে গেলে আপত্তি জানিয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি-ও৷ তথ্য ও ছবি- রঞ্জিৎ সরকার৷
advertisement
2/7
যদিও বিএসএফ যে সঠিক পদক্ষেপই করছিল এবার তার প্রমাণ মিলল নদিয়ার মাজদিয়ায়৷ বাংলাদেশ সীমান্তের কাছে খোঁজ মিলল মাটির নীচে লুকিয়ে রাখা তিনটি বাঙ্কারের৷ তিনটি বাঙ্কারের ভিতর থেকে লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেছে বিএসএফ৷
যদিও বিএসএফ যে সঠিক পদক্ষেপই করছিল এবার তার প্রমাণ মিলল নদিয়ার মাজদিয়ায়৷ বাংলাদেশ সীমান্তের কাছে খোঁজ মিলল মাটির নীচে লুকিয়ে রাখা তিনটি বাঙ্কারের৷ তিনটি বাঙ্কারের ভিতর থেকে লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেছে বিএসএফ৷
advertisement
3/7
শুক্রবার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মাজদিয়ার একটি বাগানের ভিতর থেকে এই তিনটি বাঙ্কার উদ্ধার হয়৷ সীমান্তের কাছে কোথাও যে এরকম গোপন বাঙ্কার তৈরি করা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়েছিল বিএসএফ৷
শুক্রবার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মাজদিয়ার একটি বাগানের ভিতর থেকে এই তিনটি বাঙ্কার উদ্ধার হয়৷ সীমান্তের কাছে কোথাও যে এরকম গোপন বাঙ্কার তৈরি করা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়েছিল বিএসএফ৷
advertisement
4/7
সেই মতো শুক্রবার শুরু হয় তল্লাশি৷ তখনই মাজদিয়া সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের কাছেই একটি বাগানের ভিতর থেকে মাটির নীচে পুঁতে রাখা তিনটি বাঙ্কারের হদিশ পায় বিএসএফ৷
সেই মতো শুক্রবার শুরু হয় তল্লাশি৷ তখনই মাজদিয়া সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের কাছেই একটি বাগানের ভিতর থেকে মাটির নীচে পুঁতে রাখা তিনটি বাঙ্কারের হদিশ পায় বিএসএফ৷
advertisement
5/7
সীমান্তরক্ষী বাহিনীর ধারণা, বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই এই নিষিদ্ধ কাপ সিরাপের বোতলগুলি আনা হয়েছিল৷ কিন্তু বর্তমানে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ নজরদারি আরও কড়া করায় সেগুলি আর পাচার করা সম্ভব হয়নি পাচারকারীদের পক্ষে৷ সম্ভবত সেই কারণেই পেটিতে ভরে কাশির সিরাপের বোতলগুলি বাঙ্কারে লুকিয়ে রাখা হয়৷
সীমান্তরক্ষী বাহিনীর ধারণা, বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই এই নিষিদ্ধ কাপ সিরাপের বোতলগুলি আনা হয়েছিল৷ কিন্তু বর্তমানে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ নজরদারি আরও কড়া করায় সেগুলি আর পাচার করা সম্ভব হয়নি পাচারকারীদের পক্ষে৷ সম্ভবত সেই কারণেই পেটিতে ভরে কাশির সিরাপের বোতলগুলি বাঙ্কারে লুকিয়ে রাখা হয়৷
advertisement
6/7
ওই বাগান অথবা আশপাশের এলাকায় আরও কোনও এরকম গোপন বাঙ্কার আছে কি না, তার খোঁজ শুরু করেছে বিএসএফ৷ পাশাপাশি, কারা এই বাঙ্কার তৈরি করেছিল অথবা নিষিদ্ধ সিরাপই বা কারা এনে রেখেছিল, সেই পাচারচক্রের সদস্যদে খোঁজ শুরু করেছে পুলিশ৷
ওই বাগান অথবা আশপাশের এলাকায় আরও কোনও এরকম গোপন বাঙ্কার আছে কি না, তার খোঁজ শুরু করেছে বিএসএফ৷ তল্লাশিতে আরও একটি বাঙ্কারের খোঁজ মেলে৷ 
advertisement
7/7
কারা এই বাঙ্কার তৈরি করেছিল অথবা নিষিদ্ধ সিরাপই বা কারা এনে রেখেছিল, সেই পাচারচক্রের সদস্যদে খোঁজ শুরু করেছে পুলিশ৷
কারা এই বাঙ্কার তৈরি করেছিল অথবা নিষিদ্ধ সিরাপই বা কারা এনে রেখেছিল, সেই পাচারচক্রের সদস্যদে খোঁজ শুরু করেছে পুলিশ৷
advertisement
advertisement
advertisement