Khaleda Zia: খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক! ছেলে তারেক দেশে ফিরবেন কবে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Khaleda Zia: উন্নতমানের চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া।
ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক। কাটেনি সঙ্কট। হাসপাতাল সূত্রে খবর, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শরীরে বিভিন্ন জটিলতা রয়েছে। তবে চিকিৎসায় সাড়া দেওয়ায় আশাবাদী চিকিৎসকেরা। খালেদার অবস্থার যদি কোনও রকম উন্নতি না-হয় তবে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন তাঁর পুত্র তারেক রহমান। এমনই বিএনপি সূত্রে খবর।
advertisement
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।
advertisement
advertisement
উন্নতমানের চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে থাকার পর গত ৬ মে তিনি বাংলাদেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।
খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবরে সোমবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে এক পোস্টে লেখেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পেরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি অনেক বছর ধরে বাংলাদেশের জনগণের জন্য অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। আমরা যেভাবে পারি, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত রয়েছে।’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 03, 2025 6:39 PM IST

