Khaleda Zia: শারীরিক অবস্থা একেবারেই ভাল নয়! বাংলাদেশে খালেদা জিয়াকে নিয়ে বড় সিদ্ধান্ত, হাত বাড়াল বন্ধু দেশ

Last Updated:

Khaleda Zia: বৃহস্পতিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এই কথা জানান।

অসুস্থ খালেদা জিয়া
অসুস্থ খালেদা জিয়া
ঢাকা: এখন শারীরিক অবস্থা ভাল নয় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার। সেই কারণেই বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা আগামিকাল, শুক্রবার ভোরে লন্ডনে নিয়ে যাওয়া হবে তাঁকে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
advertisement
বৃহস্পতিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসকজেড এম জাহিদ হোসেন এই কথা জানান। এরপর বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করেন। তিনি জানান, আজ রাতের মধ্যেই কাতারের আমিরের পাঠানো এয়ার অ‍্যাম্বুলেন্স এখানে এসে পৌঁছাবে। কাল ভোরের মধ্যে খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ‍্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাবে।
advertisement
advertisement
জাহিদ হোসেন বলেন, মেডিক্যাল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাঁকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে
advertisement
জাহিদ হোসেন বলেন, বিমানে যাতে যে কোনও প্রতিকূলতার মধ্যেও তাঁকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছেখালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, মেডিক্যাল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আজ তিনবার ভার্চ্যুয়ালি মিটিং করা হয়েছে। ব্রিটেন ও চিনের চিকিৎসকেরা সশরীর দেখেছেন। তাঁদের সবার সঙ্গে সর্বশেষ আলোচনা হয়েছে
advertisement
১২ দিন ধরে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীনতাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গিয়েছেতাঁকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছেএভারকেয়ার হাসপাতালের একটি সূত্র জানায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Khaleda Zia: শারীরিক অবস্থা একেবারেই ভাল নয়! বাংলাদেশে খালেদা জিয়াকে নিয়ে বড় সিদ্ধান্ত, হাত বাড়াল বন্ধু দেশ
Next Article
advertisement
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও সেই ধারা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে, পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে
গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল ! এখনও তা অব্যাহত, ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হবে
  • গত দু’দিনে প্রায় ৩০০ ফ্লাইট বাতিল !

  • ইন্ডিগো বলছে ৪৮ ঘণ্টায় সব ঠিক হয়ে যাবে

  • পাইলটরা দুষছেন দুর্বল পরিকল্পনাকে

VIEW MORE
advertisement
advertisement