#কেরল: শিরোনাম পড়ে প্রথমেই নিশ্চয়ই ভেবে বসেছেন, ইশ আমি কেন পাই না ! আর পেলে কী কী করতেন তা ভেবেও ফেলেছেন এক সেকেন্ডে ৷ কিন্তু এত না ভেবে লটারিটা তো কাটতে হবে আগে? ঠিক যেমন কেরলের বাসিন্দা, বর্তমানে আবু ধাবির ডাক্তার নিশিতা রাধাকৃষ্ণা পিল্লাই কাটতেন নিয়মিত ৷ আর সেই লটারি টিকিট কাটার নেশার ফলে আজ তাঁর কপালে শিঁকে ছিঁড়ল ৷
আমির শাহের বিগ টিকিট রাফলে সেরা লটারিটা জিতে নিলেন ভারতীয় ডাক্তার নিশিতা রাধাকৃষ্ণা পিল্লাই ৷ ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ কোটি ৬৮লক্ষ টাকা জিতে নিলেন তিনি ৷ বহুদিন থেকেই নিশিতার স্বামী লটারি কিনতেন ৷ প্রায় ৫০টির বেশি লটারি কিনেছেন এতদিনে ৷ তবে শেষমেশ লক্ষ্মী লাভ হল ৷
লটারিতে অর্থ জেতার কথা জানার পরে আনন্দে আত্মহারা হয়েছিলেন এই দম্পত্তি ৷ নিশিতার কথায়, ‘আগে বাড়ির লোন শোধ করতে হবে ৷ বাদ বাকি টাকা দিয়ে কী করব এখনও ভেবে ওঠা হয়নি !’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abu Dhabi, Dubai, Kerala Man Wins Lottery