Kali Puja 2021 Connecticut: 'দক্ষিণেশ্বর মন্দির' কানেটিকাটের মাটিতে? ১২ বছরে পা দিল প্রবাসীদের এই NASKA কালীপুজো...

Last Updated:

Kali Puja 2021 Connecticut: প্রতিবারের মতো এই বছরও কোভিড বিধি মেনে কালীপুজোর আয়োজন করেছিল NASKA। সেখানেই এসে জড়ো হয়েছিলেন আশেপাশের দুই বাংলার মানুষ।

প্রবাসী বাঙালি মেতে ওঠেন প্রাণের পুজোয়
প্রবাসী বাঙালি মেতে ওঠেন প্রাণের পুজোয়
#কানেটিকাট: দীপাবলি উদযাপনে মেতেছিল নর্থ আমেরিকা সার্বজনীন  NASKA কালীপূজা (Kali Puja 2021 Connecticut)। কানেটিকাটের এই পুজোর নয় নয় করে আজ বেশ পুরোনো। ২০১০ সাল থেকে শুরু হওয়া এই পুজো আজ বারো বছরে পা দিয়েছে। একটু একটু করে বেড়েছে চাকচিক্য। বেড়েছে জড়িয়ে থাকা মানুষের সংখ্যা। ক্রমশ ডাল-পালা মেলে নর্থ আমেরিকার এই পুজো এখন এখানকার বাঙালির প্রাণের পুজো।
প্রতিবারের মতো এই বছরও কোভিড বিধি মেনে কালীপুজোর  (Kali Puja 2021 Connecticut) আগের সপ্তাহশেষে কালীপুজোর আয়োজন করেছিল NASKA। ৩০ অক্টবর অনুষ্ঠিত হয় কালীপুজো (Kali Puja 2021 Connecticut)। আর সেখানেই এসে জড়ো হয়েছিলেন আশেপাশের দুই বাংলার মানুষ।
advertisement
advertisement
প্যান্ডেমিক আবহে এবছর দর্শনার্থী সংখ্যা ছিল সীমিত। করোনা পরিস্থিতিতে যাবতীয় কোভিড প্রটোকল মেনেই কালীপুজোর  (Kali Puja 2021 Connecticut) আয়োজন করা হয় এবারেও। পুজোর অনুষ্ঠানে আসতে চাওয়া দর্শনার্থীদের সকলের কাছেই আবেদন রাখা হয়েছিল যাতে ভ্যাক্সিনেশন নিয়েই তাঁরা পুজোর (Kali Puja 2021 Connecticut) অনুষ্ঠানে আসেন। সেভাবেই সকলেই এসেছিলেন এই উৎসব প্রাঙ্গনে।
advertisement
নিষ্ঠাভরে কালী মায়ের আরাধনা, পুজোর  (Kali Puja 2021 Connecticut) আয়োজন ইত্যাদির পাশাপাশি প্রতি বছর এদের অন্যতম আকর্ষণ থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। আসেন কলকাতা-মুম্বই এর খ্যাতনামা শিল্পীরাও। এখানকার স্থানীয় বাঙালিরাও হই হই করে রিহার্সাল করেন, নাচ-গান-নাটকের। কিন্তু এই বছরটা অন্যরকম। মারণ ভাইরাসের আতঙ্ক এখনও ছেয়ে রয়েছে মানুষের মনে। তাই এবছর অতিমারী আবহে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রেখেছে NASKA কালীপূজার আয়োজকরা।
advertisement
তবে সাংস্কৃতিক অনুষ্ঠান না হলে নিষ্ঠার সঙ্গে মাতৃ আরাধনায় কোনও ফাঁক ছিল না এবারেও। দক্ষিনেশ্বর মন্দিরের আদলে তৈরি মণ্ডপই ছিল এই বছরের প্রধান আকর্ষণ। পুজো শেষে ভোগ বিতরণ করা হয় আগত মানুষ-জনের মধ্যে। এর পাশাপাশি হাজির দর্শনার্থীদের সকলের জন্য প্যাকেটে খাওয়ার দেওয়ার বন্দোবস্ত করাও হয়েছিল প্রতিবারের মতো।
এভাবেই গঙ্গা-পদ্মার মিলনস্থল হয়ে ওঠে এই পুজো এভাবেই গঙ্গা-পদ্মার মিলনস্থল হয়ে ওঠে এই পুজো
advertisement
এই বছর করোনা পরিস্থিতিতে কলকাতা ও মুম্বই থেকে কোনও শিল্পীকে আনা না হলেই আশেপাশের দুই বাংলার বাঙালিদের সমাগমে বাংলা ও বাঙালির এক মিলনক্ষেত্র হয়ে উঠেছিল এই পুজো প্রাঙ্গন। অন্যতম সদস্য ধ্রুৱজ্যোতি চট্টোপাধ্যায় জানালেন, "সাংস্কৃতিক অনুষ্ঠান না হলেও গত বছর ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করেছিল NASKA। আগামী দিনে পরিস্থিতি দেখেই সেরকম কিছু করার পরিকল্পনাও রয়েছে।"
advertisement
প্রতিবছর পুজোর বেশ কিছুদিন আগে থেকেই NASKA কমিটি আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করে পুজোর দিন-ক্ষণ, পুজো প্রাঙ্গন ও নিয়মাবলী। এবারেও পর পর প্রতি সপ্তাহে আলোচনা করে পুজো সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়। পুজোর সমস্ত কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে লক্ষ্য কমিটিতে সদস্যদের।
advertisement
এতদিন ধরে পুরোনো প্রতিমাতেই পুজো হয়ে আসছে। এই বছর নিয়ে ১২ বছর একই প্রতিমায় মায়ের আরাধনায় নিয়োজিত হয়েছিল NASKA। পুজো শেষে বিসর্জন নয় মায়ের। মূর্তি রাখা হয় ওয়েদার কন্ট্রোলড স্টোরেজ-এ। অপেক্ষা থাকে আরও একবছরের। প্রবাসী বাঙালিদের মনেও বাজে সেই এক সুর 'আসছে বছর আবার হবে।'
প্রতিবেদন সূত্র : ধ্রুৱজ্যোতি চট্টোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Kali Puja 2021 Connecticut: 'দক্ষিণেশ্বর মন্দির' কানেটিকাটের মাটিতে? ১২ বছরে পা দিল প্রবাসীদের এই NASKA কালীপুজো...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement