Judge Frank Caprio Passes Away: ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’...৮৮ বছরে প্রয়াত ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও, মৃত্যুর আগে শেষ ভিডিওতে কী বললেন তিনি?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Judge Frank Caprio Star Of Caught In Providence Dies At 88: ৮৮ বছর বয়সে মারা গেলেন ‘বিশ্বের সবচেয়ে সহৃদয় বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। তাঁর পরিবারের পক্ষ থেকে এই দুঃসংবাদ দেওয়া হয়েছে।
৮৮ বছর বয়সে মারা গেলেন ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। তাঁর পরিবারের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভেসে উঠত বিচারক ফ্র্যাঙ্কের মুখ ও তাঁর বিচারসভার ভিডিও। একবার যেমন ভাইরাল হয় একটি ঘটনা। ট্র্যাফিক আইন ভাঙার জন্য এক বৃদ্ধকে জরিমানা করা হয়েছিল। আদালতে ফ্র্যাঙ্ক শোনেন ওই বৃদ্ধ তাঁর ক্যানসার-আক্রান্ত ছেলেকে রক্তপরীক্ষা করাতে নিয়ে যাচ্ছিলেন। বয়সের ভার ও চিন্তায় সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভাবে ট্র্যাফিক আইন ভেঙেছিলেন। সব দেখেশুনে ফ্র্যাঙ্ক বলেছিলেন, ‘‘আপনি খুব ভাল মানুষ। আপনার বিরুদ্ধে মামলা খারিজ।’’ মৃত্যুর আগেও ভাইরাল হলেন ফ্র্যাঙ্ক। মারা যাওয়ার কিছু আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টও করেন তিনি।
ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর আদালত ছিল অন্যরকম—একটি মানবিক ও সহানুভূতিশীল স্থান। ছোটখাটো অপরাধের বিচারে তিনি প্রায়ই নম্রতা ও সহানুভূতির সঙ্গে সিদ্ধান্ত দিতেন। সেই সব মুহূর্ত নিয়েই তৈরি হওয়া ‘কট ইন প্রভিডেন্স’ অনুষ্ঠান তাঁকে করে তোলে বিশ্বের পরিচিত মুখ। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় ক্যাপ্রিও বলেন, ‘‘আমি আবার হাসপাতালে ফিরে এসেছি, একটু অসুস্থ বোধ করছি। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।’’
advertisement
advertisement
advertisement
ক্যাপ্রিও বলেন, ‘‘গত বছর বলেছিলাম, সবাই আমার জন্য প্রার্থনা করুন। নিশ্চয়ই আপনারা সেটা করেছিলেন। খুব কঠিন সময় পেরিয়ে এসেছি। দুর্ভাগ্যজনক ভাবে আবার আমি হাসপাতালে। আমি শীঘ্রই ফিরে আসব। আমার জন্য আর কিছু করতে হবে না, শুধু আপনাদের প্রার্থনা করার সময়ে আমার কথা মনে করবেন।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 1:05 PM IST
