Javed Akhtar: লাহোরে বসেই মুম্বই হামলার প্রতিবাদ, জাভেদ আখতারের কথায় হাততালি দিলেন পাকিস্তানিরাই
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সম্প্রতি বিখ্যাত উর্দু কবি আহমেদ ফৈয়জের স্মৃতিতে একটি সাহিত্য সম্মেলনে যোগ দিতে লাহোর যান জাভেদ আখতার৷
মুম্বই: লাহোরে গিয়ে সম্প্রতি ২৬/১১ হামলার ঘটনা নিয়ে সরব হয়েছিলেন গীতিকার এবং লেখক জাভেদ আখতার৷ তাঁর সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়৷ নিজের ওই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জাভেদ আখতার দাবি করলেন, পাকিস্তানে বসে মুম্বই হামলায় পাক মদতের নিন্দা করলেও তাঁর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন সেদেশের মানুষ৷ এমন কি, প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকরাও হাততালি দিয়ে তাঁর বক্তব্যে সমর্থন জানান৷
সম্প্রতি বিখ্যাত উর্দু কবি আহমেদ ফৈয়জের স্মৃতিতে একটি সাহিত্য সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের লাহোরে যান জাভেদ আখতার৷ সেখানেই অনুষ্ঠান চলাকালীন তাঁকে উদ্দেশ্য করে এক দর্শক বলেন, তিনি যেন ভারতে শান্তির বার্তা নিয়ে ফিরে এসে সবাইকে বোঝান যে পাকিস্তান বন্ধুত্বপূর্ণ এবং ইতিবাচক একটি দেশ৷ ওই দর্শক বলেন, 'আপনি পাকিস্তানে এতবার এসেছেন৷ ভারতে ফিরে গিয়ে আপনারা কি এটা বলেন যে পাকিস্তানেও ভাল মানুষ থাকে৷ তাঁরা শুধু বোমা মারে না, মালা পরিয়ে আমাদের স্বাগতও জানায়৷'
advertisement
আরও পড়ুন: '২৬/১১-র হামলাকারীরা তো এ দেশেই ঘুরে বেড়াচ্ছে', পাকিস্তানে বসেই জোর গলায় বললেন জাভেদ আখতার
advertisement
জবাবে জাভেদ আখতার বলেছিলেন, 'আমাদের পরস্পরকে দোষ দিয়ে লাভ নেই৷ তাতে সমস্যার সমাধান হবে না৷ পরিবেশ ঠান্ডা হওয়া উচিত৷ আমরা তো বম্বের (মুম্বই) বাসিন্দা৷ আমরা দেখেছি ওখানে কীভাবে হামলা চালানো হয়েছিল৷ হামলাকারীরা তো নরওয়ে, ইজিপ্ট থেকে আসেনি৷ তারা এখনও আপনাদের দেশে ঘুরে বেড়াচ্ছে৷ ফলে এটা নিয়ে যদি ভারতীয়দের মনে ক্ষোভ থাকে, তাহলে আপনাদের খারাপ লাগা উচিত নয়৷ '
advertisement
'We are the people of Bombay, we saw how the attack took place, those people had not come from Norway, nor had they come from Egypt, they are still roaming in your country'. -Javed Akhtar at the Faiz Festival in Lahore pic.twitter.com/ZdopTEi6XO
— ADV. ASHUTOSH J. DUBEY 🇮🇳 (@AdvAshutoshBJP) February 21, 2023
advertisement
জাভেদ আখতারের এই মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ এই বক্তব্য সম্পর্কে এনডিটিভি-কে দেওয়া প্রতিক্রিয়ায় জাভেদ বলেন, 'আমার কথা শুনে উপস্থিত সবাই হাততালি দেন৷ প্রত্যেকে আমার সঙ্গে সহমত পোষণ করেন৷ পাকিস্তানে এমন অনেকেই আছেন যাঁরা ভারতীয়দের প্রশংসা করেন এবং সুসম্পর্ক তৈরি করতে আগ্রহী৷ আমরা এক দেশের সম্পর্কে একটাই ধারণা পোষণ করে রাখি৷ কিন্তু সবসময় সেটা ঠিক নয়৷ যে লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চান, তাঁদের সঙ্গে আমরা কীভাবে সম্পর্ক তৈরি করতে পারছি, সেটাই ভেবে দেখতে হবে৷'
advertisement
তবে এ বিষয়ে কী করণীয়, তা যাঁরা দেশ চালাচ্ছেন তাঁরাই ভাল বলতে পারবেন বলে জানিয়েছেন প্রবীণ এই লেখক৷ তিনি বলেন, 'আমার জ্ঞান খুবই সীমিত৷ পাকিস্তানিদের সম্পর্কে আমাদের ভারতীয়দের কাছে খুব কম তথ্য থাকে৷ ওদের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other India
First Published :
February 22, 2023 3:56 PM IST