Javed Akhtar: লাহোরে বসেই মুম্বই হামলার প্রতিবাদ, জাভেদ আখতারের কথায় হাততালি দিলেন পাকিস্তানিরাই

Last Updated:

সম্প্রতি বিখ্যাত উর্দু কবি আহমেদ ফৈয়জের স্মৃতিতে একটি সাহিত্য সম্মেলনে যোগ দিতে লাহোর যান জাভেদ আখতার৷

জাভেদ আখতার।
জাভেদ আখতার।
মুম্বই: লাহোরে গিয়ে সম্প্রতি ২৬/১১ হামলার ঘটনা নিয়ে সরব হয়েছিলেন গীতিকার এবং লেখক জাভেদ আখতার৷ তাঁর সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়৷ নিজের ওই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জাভেদ আখতার দাবি করলেন, পাকিস্তানে বসে মুম্বই হামলায় পাক মদতের নিন্দা করলেও তাঁর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন সেদেশের মানুষ৷ এমন কি, প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকরাও হাততালি দিয়ে তাঁর বক্তব্যে সমর্থন জানান৷
সম্প্রতি বিখ্যাত উর্দু কবি আহমেদ ফৈয়জের স্মৃতিতে একটি সাহিত্য সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের লাহোরে যান জাভেদ আখতার৷ সেখানেই অনুষ্ঠান চলাকালীন তাঁকে উদ্দেশ্য করে এক দর্শক বলেন, তিনি যেন ভারতে শান্তির বার্তা নিয়ে ফিরে এসে সবাইকে বোঝান যে পাকিস্তান বন্ধুত্বপূর্ণ এবং ইতিবাচক একটি দেশ৷ ওই দর্শক বলেন, 'আপনি পাকিস্তানে এতবার এসেছেন৷ ভারতে ফিরে গিয়ে আপনারা কি এটা বলেন যে পাকিস্তানেও ভাল মানুষ থাকে৷ তাঁরা শুধু বোমা মারে না, মালা পরিয়ে আমাদের স্বাগতও জানায়৷'
advertisement
advertisement
জবাবে জাভেদ আখতার বলেছিলেন, 'আমাদের পরস্পরকে দোষ দিয়ে লাভ নেই৷ তাতে সমস্যার সমাধান হবে না৷ পরিবেশ ঠান্ডা হওয়া উচিত৷ আমরা তো বম্বের (মুম্বই) বাসিন্দা৷ আমরা দেখেছি ওখানে কীভাবে হামলা চালানো হয়েছিল৷ হামলাকারীরা তো নরওয়ে, ইজিপ্ট থেকে আসেনি৷ তারা এখনও আপনাদের দেশে ঘুরে বেড়াচ্ছে৷ ফলে এটা নিয়ে যদি ভারতীয়দের মনে ক্ষোভ থাকে, তাহলে আপনাদের খারাপ লাগা উচিত নয়৷ '
advertisement
advertisement
জাভেদ আখতারের এই মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ এই বক্তব্য সম্পর্কে এনডিটিভি-কে দেওয়া প্রতিক্রিয়ায় জাভেদ বলেন, 'আমার কথা শুনে উপস্থিত সবাই হাততালি দেন৷ প্রত্যেকে আমার সঙ্গে সহমত পোষণ করেন৷ পাকিস্তানে এমন অনেকেই আছেন যাঁরা ভারতীয়দের প্রশংসা করেন এবং সুসম্পর্ক তৈরি করতে আগ্রহী৷ আমরা এক দেশের সম্পর্কে একটাই ধারণা পোষণ করে রাখি৷ কিন্তু সবসময় সেটা ঠিক নয়৷ যে লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চান, তাঁদের সঙ্গে আমরা কীভাবে সম্পর্ক তৈরি করতে পারছি, সেটাই ভেবে দেখতে হবে৷'
advertisement
তবে এ বিষয়ে কী করণীয়, তা যাঁরা দেশ চালাচ্ছেন তাঁরাই ভাল বলতে পারবেন বলে জানিয়েছেন প্রবীণ এই লেখক৷ তিনি বলেন, 'আমার জ্ঞান খুবই সীমিত৷ পাকিস্তানিদের সম্পর্কে আমাদের ভারতীয়দের কাছে খুব কম তথ্য থাকে৷ ওদের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য৷'
বাংলা খবর/ খবর/বিদেশ/
Javed Akhtar: লাহোরে বসেই মুম্বই হামলার প্রতিবাদ, জাভেদ আখতারের কথায় হাততালি দিলেন পাকিস্তানিরাই
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement