মেয়ে ইভাঙ্কা, স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়েই আসছেন ডোনাল্ড ট্রাম্প

Last Updated:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর সঙ্গী হয়ে ভারতে আসছেন তাঁর স্ত্রী ও কন্যাও৷ সূত্রের খবর ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ট্রাম্পের উচ্চপর্যায়ে ভারত সফরের সঙ্গী হতে চলেছেন ইভাঙ্কা ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প৷

#নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর সঙ্গী হয়ে ভারতে আসছেন তাঁর স্ত্রী ও কন্যাও৷ সূত্রের খবর ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ট্রাম্পের উচ্চপর্যায়ে ভারত সফরের সঙ্গী হতে চলেছেন ইভাঙ্কা ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প৷ সঙ্গে থাকবেন ইভাঙ্কার স্বামী জ্যারেড কুশনার৷ এছাড়াও সফরের থাকবেন অর্থ সচিব স্টিভেন ম্যানুচিন ও বাণিজ্য সচিব উইলবর রস৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদে আসবেন আগামী ২৪ ফেব্রুয়ারি৷ তারপর ৩৬ ঘণ্টা তিনি ভারতে থাকবেন৷ আহমেদাবাদ থেকে তিনি প্রথমে যবেন মোতেরা স্টেডিয়ামে৷ সেখান তেকে আগ্রায় যাওয়ার কথা রয়েছে তাঁর৷ হোয়াইট হাউজের তরফেও বলা হয়েছে, মার্কিন প্রতিনিধিদলে ইভাঙ্কা ও জ্যারেড কুশনার রয়েছেন৷
ট্রাম্প এসে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে৷ দিল্লি ও আহমেদাবাদে বৈঠক করবেন দুই রাষ্ট্রনেতা৷ আহমেদাবাদে রোড-শো করবেন মোদি ও ট্রাম্প৷ শহরে রাস্তার ধারে বস্তিগুলি যাতে ট্রাম্পের চোখে না-পড়ে তাই সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্দিরা ব্রিজ পর্যন্ত রাস্তার ধারে পাঁচিল তুলে দেওয়া হচ্ছে৷গত ১২ ফেব্রুয়ারি মোদি ট্যুইটারে লেখেন, 'আমাদের সম্মানীয় অতিথিকে স্মরণীয় রাখার মতো স্বাগত জানাবে ভারত৷' ট্রাম্প জানিয়েছেন, গত সপ্তাহেই মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে৷ তাঁকে মোদি জানিয়েছেন, ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদ বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে কয়েক লক্ষ মানুষ জড়ো হবেন৷
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
মেয়ে ইভাঙ্কা, স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়েই আসছেন ডোনাল্ড ট্রাম্প
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement