নিউ ইয়ার ইভেই হামলার প্ল্যান ছিল! টার্গেট ফাস্ট ফুডের দোকান, আমেরিকায় FBI-এর জালে ১৮ বছরের যুবক

Last Updated:

উত্তর ক্যারোলিনার মিন্ট হিলে আইএস-অনুপ্রাণিত হামলার ছক ফেডারাল ব্যুরো অব ইনভেস্টিগেশন ভেস্তে দেয়, ১৮ বছরের খ্রিস্টিয়ান স্টারডিভান্ট গ্রেফতার!

উত্তর ক্যারোলিনায় নববর্ষের প্রাক্কালে আইএস-প্রভাবিত হামলার ছক ভেস্তে, ১৮ বছরের যুবক গ্রেফতার: এফবিআই
উত্তর ক্যারোলিনায় নববর্ষের প্রাক্কালে আইএস-প্রভাবিত হামলার ছক ভেস্তে, ১৮ বছরের যুবক গ্রেফতার: এফবিআই
উত্তর ক্যারোলিনার মিন্ট হিলে আইএস-অনুপ্রাণিত হামলার ছক! ভেস্তে দিল ফেডারাল ব্যুরো অব ইনভেস্টিগেশন।  ১৮ বছরের যুবক খ্রিস্টিয়ান স্টারডিভান্ট গ্রেফতার! আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত এক হাতে-লেখা নোটে গণছুরিকাঘাতের পরিকল্পনা ও হামলার সময় পুলিশের মুখোমুখি হওয়ার ইচ্ছা স্পষ্টভাবে উল্লেখ করেছিল। ফেডারাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, উত্তর ক্যারোলিনায় একটি মুদি দোকান ও একটি ফাস্ট-ফুড আউটলেটকে লক্ষ্য করে নববর্ষের প্রাক্কালে আইএস-অনুপ্রাণিত হামলার ছক তারা ভেস্তে দিয়েছে। এই ঘটনায় ১৮ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, অভিযুক্তের উদ্দেশ্য ছিল গণছুরিকাঘাত চালিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যাওয়া।
খ্রিস্টিয়ান স্টারডিভান্ট নামে ওই যুবকের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে উপাদানগত সহায়তা দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটরদের বক্তব্য, সে ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল এবং একজন গোপন এফবিআই কর্মীকে—যিনি সহানুভূতিশীল পরিচিত সেজে ছিলেন—নিজের পরিকল্পনার কথা জানায়।
আদালতের নথি ও তদন্তকারীদের তথ্য অনুযায়ী, স্টারডিভান্ট ছুরি ও ভোঁতা অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিল। কর্তৃপক্ষ জানায়, অনলাইন কথোপকথন এবং তার বাড়িতে তল্লাশির ফল মিলিয়ে পরিস্থিতিকে ‘তাৎক্ষণিক হুমকি’ হিসেবে ধরা হয়।
advertisement
advertisement
নববর্ষের আগেই অভিযুক্ত হামলা চালাতে পারে—এই আশঙ্কায় এফবিআই কয়েক দিন ধরে, এমনকি বড়দিনের দিনও, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছিল বলে জানান উত্তর ক্যারোলিনার পশ্চিমাঞ্চলের মার্কিন অ্যাটর্নি রাস ফার্গুসন।
শার্লটে সাংবাদিকদের ফার্গুসন বলেন, “অভিযুক্ত অস্ত্র নিয়ে বাড়ি ছাড়লে তার আগেই গ্রেফতারের প্রস্তুতি ছিল। কোনও সময়েই সাধারণ মানুষ বিপদের মুখে পড়েনি।”
বুধবার স্টারডিভান্টকে গ্রেফতার করা হয় এবং শুক্রবার ফেডারাল আদালতে হাজিরার পরও সে হেফাজতেই ছিল। তার আইনজীবী মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি। আগামী ৭ জানুয়ারি আরেকটি শুনানি নির্ধারিত রয়েছে।
advertisement
তদন্তকারীদের দাবি, স্টারডিভান্টের ফোন ও বাড়ি থেকে উদ্ধার হওয়া নথির মধ্যে একটি হাতে-লেখা ‘ম্যানিফেস্টো’ ছিল, যেখানে তার পরিকল্পনার বিস্তারিত বর্ণনা রয়েছে। এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ইন চার্জ জেমস বার্নাকল জানান, অভিযুক্ত হামলার সময় মরতে প্রস্তুত ছিল।
বার্নাকল বলেন, “সে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত ছিল।”
এফবিআইয়ের হলফনামা অনুযায়ী, বাড়ির আবর্জনার ঝুড়ি থেকে উদ্ধার করা একটি হাতে-লেখা নোটে স্পষ্টভাবে গণছুরিকাঘাতের উদ্দেশ্য লেখা ছিল। নোটে বলা ছিল, “যত বেশি সম্ভব সাধারণ নাগরিককে ছুরি মারা,” সম্ভাব্য ভুক্তভোগীর সংখ্যা উল্লেখ করা হয়েছিল এবং হামলার পর পুলিশকে আক্রমণ করে মারা যাওয়ার পরিকল্পনাও ছিল। তদন্তকারীরা জানান, সিরিয়ায় মুসলিমদের বিরুদ্ধে হামলা ও বিমানহানার প্রতিশোধ হিসেবেই এই সহিংসতার ছক কষা হয়েছিল।
advertisement
কর্তৃপক্ষ জানায়, শার্লটের উপকণ্ঠে মিন্ট হিলে হামলা চালানোর পরিকল্পনা ছিল। ডেটাবেস যাচাইয়ে দেখা যায়, স্টারডিভান্ট ওই এলাকায় একটি বার্গার কিং-এ কাজ করত। তবে চলমান তদন্তের কথা বলে নোটে নির্দিষ্ট লক্ষ্য হিসেবে সেটির নাম ছিল কি না, তা নিশ্চিত করতে অস্বীকার করেছেন কর্মকর্তারা।
দোষী সাব্যস্ত হলে স্টারডিভান্টের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
advertisement
হলফনামায় বলা হয়েছে, গত মাসে তদন্ত শুরু হয়, যখন কর্তৃপক্ষ স্টারডিভান্টকে একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে, যেখানে আইএস সমর্থনমূলক ও সহিংসতা উসকে দেওয়া বিষয়বস্তু পোস্ট করা হচ্ছিল। ওই অ্যাকাউন্টে চরমপন্থী সংগঠনের প্রাক্তন নেতা আবু বকর আল-বাগদাদির উল্লেখও ছিল।
এফবিআই জানায়, ২০২২ সালের জানুয়ারিতে—যখন স্টারডিভান্ট নাবালক ছিল—ইউরোপে এক সন্দেহভাজন আইএস সমর্থকের সঙ্গে যোগাযোগের সূত্রে সে তাদের নজরে আসে। সে সময়ও সে হামলার চেষ্টা করেছিল বলে অভিযোগ, তবে পরিবারের এক সদস্য তাকে থামান। পরে সে মনস্তাত্ত্বিক চিকিৎসা নেয় এবং কর্তৃপক্ষের ধারণা ছিল, তার আর সোশ্যাল মিডিয়ায় প্রবেশাধিকার নেই।
advertisement
ফেডারাল কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে তারা জানতে পারে যে স্টারডিভান্ট আবার অনলাইন প্ল্যাটফর্মে ফিরে এসেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
নিউ ইয়ার ইভেই হামলার প্ল্যান ছিল! টার্গেট ফাস্ট ফুডের দোকান, আমেরিকায় FBI-এর জালে ১৮ বছরের যুবক
Next Article
advertisement
Naushad Siddiqui Replies to Abhishek Banerjee: '৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব দিলেন নওশাদ! দক্ষিণ চব্বিশ পরগণা নিয়েও তৃণমূলকে হুঁশিয়ারি
'৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব নওশাদের!দক্ষিণ ২৪ পরগণা নিয়েও হুঁশিয়ারি
  • ভাঙড়ে জিততে মরিয়া অভিষেক৷

  • দক্ষিণ চব্বিশ পরগণায় ৩১-এ ৩১ করার টার্গেট৷

  • তৃণমূল শীর্ষ নেতাকে জবাব দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷

VIEW MORE
advertisement
advertisement