Israel-Palestine Conflict: ৫ হাজার রকেট হামলা! প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধের ডাক ইজরায়েলে, পাল্টা হুঁশিয়ারি হামাসের
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Israel-Palestine Conflict: জরুরি বার্তায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করে দেন প্যালেস্টাইনের উদ্দেশ্য
ইজরায়েল: মধ্য প্রাচ্যে দুই দেশের মধ্যে ফের যুদ্ধের আশঙ্কা। তিক্ত সম্পর্কে থাকা দুই দেশ এক অপরের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। ইজরায়েলের দাবি, প্যালেস্টাইন থেকে ৫ হাজার রকেট ছোঁড়া হয়েছে। ইজরায়েলের গুরুত্বপূর্ণ অংশগুলি লক্ষ্য করে এই রকেটগুলি ছোঁড়া হয়েছে। হামলার হাত থেকে বাদ যায়নি ইজরায়েলের সেনা দফতরও। এর পরেই জরুরি বার্তায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করে দেন প্যালেস্টাইনের উদ্দেশ্য।
#WATCH | Hamas terrorists’ attack on Israel: “We are at war, not in an operation or in rounds, but at war. This morning, Hamas launched a murderous surprise attack against the State of Israel and its citizens…The enemy will pay an unprecedented price…We are at war and we will… pic.twitter.com/kxMO5Ry039
— ANI (@ANI) October 7, 2023
advertisement
advertisement
অপরদিকে, হামাসের সিনিয়র সামরিক কমান্ডার মহম্মদ দেইফ ইজরায়েলের অভিযান শুরুর ঘোষণা করেছেন। তিনি একটি বার্তায় দিয়েছেন ‘পৃথিবীতে শেষ দখলদারিত্বের বিরুদ্ধে’ লড়াই করব আমরা। ইজরায়লের সেনা বাহিনী জানিয়েছে, সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে প্যালেস্টাইন থেকে বিপুল মানুষ আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করেছে। জরুরি ভিত্তিতে সামরিক পদক্ষেপ তাই করতে হয়েছে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “আমরা যুদ্ধে রয়েছি, কোনও ছোট সেনা অভিযানে কিন্তু নেই। আমরা যুদ্ধে আছি। আজ সকালে হামাস ইজরায়েল এবং তার নাগরিকদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। শত্রুদের এর মূল্য দিতে হবে। আমরা যুদ্ধে আছি এবং আমরা জিতবই।”
advertisement
অন্যদিকে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আমাদের জনগণের “দখলদার সৈন্যদের সন্ত্রাসের” বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার রয়েছে। তাঁর সভাপতিত্বে একটি জরুরি মিটিং হয়। সেখানে প্যালেস্টাইনের বেসামরিক ও সামির আধিকারিকরা ছিলেন।
অন্যদিকে এই যুদ্ধে ইজরাইলকে সমর্থন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মাইক্রোব্লগিং সাইট এক্স-এ তিনি লিখেছেন, “ইজরায়েলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। আমি এই হামলায় আক্রান্ত, তাদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি।”
advertisement
ইজরায়েলে হামাসের হামলার কারণে ভারত ইজরায়েলে থাকা ভারতীয়দের জন্য একটি পরামর্শ জারি করেছে। ইজরায়েলে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য শনিবার ভারতীয় দূতাবাসের জারি করা একটি পরামর্শে, ভারতীয়দের অপ্রয়োজনীয় চলাচল এড়াতে এবং সুরক্ষা স্থানের কাছাকাছি থাকতে বলা হয়েছে। ভারতীয় দূতাবাস নাগরিকদের সতর্ক থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের জারি করা সমস্ত নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করতে বলেছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2023 4:00 PM IST