Israel Attack on Syria: দামাস্কাসে হামলা সিরিয়ার! প্রাণ বাঁচাতে স্টুডিও থেকে পালালেন সংবাদ পাঠিকা, ভিডিও ভাইরাল
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Israel Attack on Syria: ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ইজরায়েল সেনা সিরিয়ান সেনার সদর দফতরে হামলা চালায়।
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বুধবার একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ইজরায়েল সেনা সিরিয়ান সেনার সদর দফতরে হামলা চালায়। সেই সময়ে এক সংবাদিক সংবাদ পড়ছিলেন, হামলার আতঙ্কে ক্যামেরার সামনে থেকে পালিয়ে যান তিনি।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাটজ ভিডিওটি পোস্ট করেছেন, ক্যাপশনে লিখেছেন, ‘যন্ত্রণা দেওয়ার আঘাত শুরু হয়েছে’। বুধবার দামাস্কাসে শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রকের দফতর লক্ষ্য করে বিমান হামলা চালায় ইজরায়েল। দক্ষিণ সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে সিরিয়ান বাহিনী, এর ফলে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীকে আক্রমণ করেছে ইজরায়েল।
advertisement
advertisement
החלו המכות הכואבות pic.twitter.com/1kJFFXoiua
— ישראל כ”ץ Israel Katz (@Israel_katz) July 16, 2025
advertisement
বুধবার ইজরায়েলি হামলায় কেঁপে ওঠে সিরিয়ার রাজধানী দামাস্কাস। একের পর এক হামলার ফলে দামাস্কাসের জনজীবন ব্যাহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরে হামলার ঘোষণা করেছিল।
advertisement
চলতি সপ্তাহে দক্ষিণের শহর সুয়েইদার হিংসার ঘটনায় বহু মানুষ নিহত হয়েছে, যেখানে দ্রুজ সংখ্যালঘুদের যোদ্ধারা সরকারী নিরাপত্তা বাহিনী এবং বেদুইন উপজাতির সদস্যদের বিরুদ্ধে লড়াই করছে। দ্রুজ সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়িয়েছে ইজরায়েল। সেই নিয়েই ইরানের পরে এবার সিরিয়ায় হামলা চালিয়েছে ইজরায়েল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 17, 2025 12:30 AM IST