Hamas chief killed: ইরানে ‘ইজরায়েলি হানায়’ হত হামাস প্রধান ইসমাইল হানিয়ে
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Hamas chief killed: বুধবার ইরানে নিজের আবাসস্থলে ইজরায়েলের হানায় প্রাণ হারালেন হামাসের প্রধান ইসমাইল হানিয়ে। ইজরায়েলের হামলায় হেনিয়ের সঙ্গেই প্রাণ হারিয়েছেন তাঁর এক দেহরক্ষী।
তেহরান: বুধবার ইরানে নিজের আবাসস্থলে ইজরায়েলের হানায় প্রাণ হারালেন হামাসের প্রধান ইসমাইল হানিয়ে। ইজরায়েলের হামলায় হানিয়ের সঙ্গেই প্রাণ হারিয়েছেন তাঁর এক দেহরক্ষী। ইরান জানিয়েছে, ইরানের নতুন প্রেসিডেন্ট মাজুদ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ইসমাইল হানিয়ে।
ইসমাইল হানিয়ে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন। ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিচ্ছিলেন হানিয়ে। ইরান আরও জানিয়েছে, হানিয়ের মৃত্যু নিয়ে তদন্ত চলছে। যদিও এই নিয়ে হামাসের তরফে দেওয়া একটি বিবৃতিতে দাবি করা হয়েছে ‘ইজরায়েলি হানায়’ প্রাণ গিয়েছে ইসমাইল হানিয়ের।
advertisement
advertisement
ইরানের সশস্ত্র নিরাপত্তা বাহিনী ইসলামিক রেভোলিশনারি গার্ড কর্পসের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ের আবাসস্থলে হামলা চালানো হয়েছে, এই হামলায় হানিয়ে এবং তাঁর এক দেহরক্ষী শহিদ হয়েছেন”।
প্রসঙ্গত, ৭ অক্টোবর থেকে যুদ্ধে জড়িয়েছে ইজরায়েল এবং হামাস। গাজার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে এখনও পর্যন্ত ৩৯ হাজার ৩৬৩ জন প্যালেস্তাইনির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৯০ হাজারের বেশি। এই যুদ্ধ নিয়ে গত ১০ মাস ধরে সরগরম আন্তর্জাতিক রাজনীতি। এবার হামাসের প্রধানের খুন হওয়ার ঘটনায় এই সংঘাত নতুন মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2024 9:51 AM IST

