Iran President Helicopter Crash: পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার! ইব্রাহিম রাইসি কি জীবিত?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Iran President Ebrahim Raisi's Helicopter Crash: প্রবল বৃষ্টি আর ঘন কুয়াশার জন্য দুর্ঘটনাস্থলে দৃশ্যমানতা খুব কম ছিল বলে জানা গিয়েছে ৷ হেলিকপ্টারে ছিলেন সে দেশের বিদেশমন্ত্রীও ৷
তেহরান: দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ৷ পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির চপার। ওই চপারেই ছিলেন ইরানের বিদেশমন্ত্রীও। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, একটি পাহাড়ি অঞ্চল পেরিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারায়। প্রবল বৃষ্টি আর ঘন কুয়াশার জন্য দুর্ঘটনাস্থলে দৃশ্যমানতা সে সময় খুব কম ছিল বলে জানা গিয়েছে ৷
রবিবার ইব্রাহিম রাইসি হেলিকপ্টারে করে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ঘুরছিলেন। সেই সময় তাঁর হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গিয়েছে ৷ তবে দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি জীবিত না মৃত, সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি ইরান সরকারের পক্ষ থেকে ৷
advertisement
advertisement

advertisement
ইরানের সরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইব্রাহিম রাইসি এদিন আজারবাইজান সফরে বেরিয়েছিলেন। তাঁর সঙ্গী ছিলেন ইরানের বিদেশমন্ত্রী। দুর্ঘটনাস্থল আজারবাইজানের সীমান্তবর্তী একটি জায়গা বলে জানা গিয়েছে ৷
তবে ইরানের প্রেসিডেন্টের দুর্ঘটনার খবরে স্বাভাবিক ভাবেই উৎকণ্ঠা বিশ্ব জুড়ে। উদ্ধারকারী দল এখনও চেষ্টা চালাচ্ছে ইরানের প্রেসিডেন্টের কাছে পৌঁছনো। ইরানের সর্বাধিনায়ক খোমেইনি দেশের জনগণকে আশ্বস্ত করেছেন, এবং তিনি প্রেসিডেন্টের ফিরে আসার জন্য প্রার্থনা করছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2024 8:04 AM IST

