নেশার ঘোরে মাত্র ‘১০৫ টাকা’ দিয়ে কিনেছিলেন শস্যের গোলা; এখন সেটাই হয়ে উঠেছে এক দম্পতির সাধের আস্তানা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
অথচ আবার কিছু মানুষ রয়েছেন, যাঁরা নিজেদের সৃজনশীলাতাকে কাজে লাগিয়ে সস্তা বাড়িকেও নয়নাভিরাম করে তুলতে পারেন।
advertisement
advertisement
advertisement
গৃহকর্তা বব নিজেই জানিয়েছেন যে, তিনি অনলাইন ট্রেডিং সাইট ইবে-তে একেবারে মদ্যপ অবস্থায় বাড়িটি পছন্দ করেছিলেন। কিন্তু মজার বিষয় হল, মাত্র ১ পাউন্ড অর্থাৎ ১০৫ টাকা দিয়ে বব আসলে একটি শস্য রাখার গোলা কিনেছিলেন। আর শস্যের এই গোলাটিকেই ওই দম্পতি একসঙ্গে মিলে সাধের বাড়ি বানিয়ে তুলেছেন। এই কাজে তাঁদের সময় লেগেছে ৬ বছর। আর খরচ হয়েছে ৪ লক্ষ টাকার একটু বেশি। (Photo Credit: You Tube)
advertisement
আসলে বব এবং ক্যারল সৃজনশীলতার মাধ্যমেই জায়গাটির ভোল একেবারে বদলে দিয়েছিলেন। পুরনো বোতল এবং প্যালেট ব্যবহার করে বাড়িটির দেওয়াল তৈরি করেছেন তাঁরা। রান্নাঘরে ওভেন, হব, কেটলি এবং সিঙ্কের মতো সমস্ত সরঞ্জামই রয়েছে। রয়েছে শোওয়ার ব্যবস্থাও। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই দেখা মিলবে একটি বিছানার। (Photo Credit: You Tube)
advertisement
লিভিং বিগ ইন আ টাইনি হাউজের সঙ্গে কথা বলার সময় ওই দম্পতি বলেছিলেন যে, যদিও ক্যারল প্রথমে স্বামীর এই কাণ্ড একেবারেই পছন্দ করেননি। তবে বিগত ৫ বছর ধরে তাঁরা প্রকৃতির কোলে নিজেদের অভিনব বাড়িতে বসবাস করছেন। বাড়ির আশপাশে প্রচুর গাছপালা রোপণ করেছেন, এমনকী একটি পুকুরও কাটিয়েছেন। (Photo Credit: You Tube)
advertisement
আসলে প্রথমে এটিকে একটি শিল্পকর্ম হিসাবেই রাখতে চেয়েছিলেন বব। তবে পরে অবশ্য সেখানেই বসবাস করতে শুরু করেন তাঁরা। শুনলে আশ্চর্য হবেন যে, বাড়িটির উচ্চতা মাত্র ৪ মিটার। আর এখানকার সব কিছুই নজর কাড়বে। পুরনো গ্যাসের বোতল দিয়ে বানানো হয়েছে ফায়ারপ্লেস এবং সিমেন্টের একটি টুকরোকে ব্যবহার করা হয় ডাইনিং টেবিল হিসেবে। (Photo Credit: You Tube)