Iran-Israel Conflict: ‘সোভিয়াত ইউনিয়নের ২০ লক্ষ মানুষ বসবাস করেন ইজরায়েলে, তাই...’ ইরানের পক্ষে কেন সরাসরি নেই রাশিয়া, জানালেন পুতিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Putin Responds Why Russia Is Not Helping Iran: কেন সরাসরি তেহরানের পাশে এসে দাঁড়াচ্ছে না রাশিয়া? এই প্রশ্নের উত্তর দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কো: ইরান-ইজ়রায়েল দ্বন্দ্বে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে আমেরিকাও। রবিবার ইরানের অন্তত তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। হামলার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের ফোরডো, নাতান্জ় ও ইসফাহানে অবস্থিত তিনটি পরমাণুকেন্দ্রে ‘সফল’ হামলা চালিয়েছে আমেরিকার সেনা। অন্যদিকে, কী ভূমিকা নেবে ইরানের বন্ধু বলে পরিচিত রাশিয়া ও চিন ? কেন সরাসরি তেহরানের পাশে এসে দাঁড়াচ্ছে না রাশিয়া? এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বহু যুগ ধরে ভাল সম্পর্ক রয়েছে রাশিয়া ও ইরানের। তা সত্ত্বেও, ইরান-ইজরায়েলের এই যুদ্ধের সময় সরাসরি ইরানের পাশে দাঁড়াতে পারছে না রাশিয়া ৷ তার পিছনে সবচেয়ে বড় কারণই হল সেদেশে বহু আগের থেকেই প্রচুর সংখ্যায় রাশিয়ানদের বাস ৷ তেল আভিভ থেকে শুরু করে জেরুজালেম, ইজরায়েলের সর্বত্রই বড় সংখ্যায় রাশিয়ানদের দেখা যায় ৷
advertisement
advertisement
সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে পুতিন বললেন, ‘‘পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া ফেডারেশনের প্রায় ২০ লক্ষ লোক ইজরায়েলে বসবাস করেন। আজ এটা প্রায় রাশিয়াভাষী দেশে পরিণত হয়েছে। এবং নিঃসন্দেহে, রাশিয়ার সাম্প্রতিক ইতিহাসে আমরা এই বিষয়টা সবসময় দেখি।”
advertisement
সঙ্গী রাষ্ট্রগুলির প্রতি রাশিয়ার কি তাহলে কোনও আনুগত্য নেই ? সমালোচকদের এমন প্রশ্নকে তিনি উস্কানিমূলক বলে অভিযোগ করেছেন। পুতিন বলেছেন, আরব দেশগুলি এবং ইসলামিক দেশগুলির সঙ্গে রাশিয়ার সম্পর্ক দীর্ঘ সময় ধরে বন্ধুত্বপূর্ণ। তিনি জোর দেন এবিষয়েযে, রাশিয়ার জনসংখ্যার প্রায় ১৫ শতাংশই মুসলিম।
এদিকে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার সকালে জেরুসালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। জেরুসালেমের আকাশে একটি ক্ষেপণাস্ত্রও দেখা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে এদিন সকালে ইরানের ৬টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইজরায়েলও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2025 3:05 PM IST