ভারতের বিরুদ্ধে বদলা? গোপনে জইশ প্রধান মাসুদ আজহারকে ছেড়ে দিল পাকিস্তান

Last Updated:

বড় কোনও আক্রমণের প্ল্যান করছে পাকিস্তান

#নয়াদিল্লি : ইন্টিলিজেন্স ব্যুরো ভারত সরকারকে সতর্কবার্তা জারি করল ৷ আইবি রিপোর্ট অনুযায়ি  পাকিস্তানি সেনা রাজস্থান সীমান্ত বরাবর জায়গায় সক্রিয় হচ্ছে ৷ তারা আৃরও জানিয়েছেন ইসলামাবাদ জইশ ই মহম্মদরে প্রধান মাসুদ আজহারকে ছেড়ে দিয়েছে ৷ তারা এমনটা করেছে যাতে ভারতের ওপর জোরালো আক্রমণ চালানোর প্ল্যান করতে পারে ৷ এই ঘটনা নিয়ে জানেন দু‘জন সরকারি আধিকারিক ৷
তথ্য অনুযায়ি কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরিয়ে দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তান ৷ এরই বদলা হিসেবে তারা বড় কিছু একটা প্ল্যান করছে ৷ শিয়ালকোট, জম্মূ ও রাজস্থান সেক্টর থেকে এই ধরণের কিছু একটা ইঙ্গিত পাওয়া গেছে ৷ রাজস্থান সীমান্তের কাছে সেনা বাড়াতে শুরু করেছে পাকিস্তান ৷
advertisement
advertisement
বিএসএফ ও সেনা এই বিষয়ে সচেতন ৷ হঠাৎ কোনও বড় আক্রমণ ঠেকাতে তৈরি ভারতীয় সেনাও ৷ শুক্রবার দিন পাকিস্তানি প্রধানমন্ত্রী জানিয়েছেন , জম্মু-কাশ্মীর নিয়ে ভারত যা স্ট্যান্ড নিয়েছে সর্বশক্তি দিয়ে তার বিরোধিতা করবে ভারত ৷
দুই দেশের মধ্য কূটনৈতিক সম্পর্ক যেখানে চরম উত্তেজনার জায়গায়  সেখানে টেনশন আরও বাড়িয়েছে মাসুদ আজহারকে ছেড়ে দেওয়ার ঘটনায় ৷ জইশ প্রধানকে একেবারে গোপনে ছেড়ে দিয়েছে পাক সরকার ৷ জইশ প্রধান ফের কোনও জঙ্গি আক্রমণ প্ল্যান করার জন্য সক্রিয় ৷ এছাড়াও একাধিক জঙ্গি সংগঠন ইতিমধ্যেই পাকিস্তানে প্রকাশ্যে অপারেশন প্ল্যান করছে ৷ পুলওয়ামা আক্রমণের পরেই জইশ প্রধানকে নিজেদের সুরক্ষিত কাস্টডিতে নিয়েছিল পাকিস্তান ৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভারতের বিরুদ্ধে বদলা? গোপনে জইশ প্রধান মাসুদ আজহারকে ছেড়ে দিল পাকিস্তান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement