ভারতের বিরুদ্ধে বদলা? গোপনে জইশ প্রধান মাসুদ আজহারকে ছেড়ে দিল পাকিস্তান
Last Updated:
বড় কোনও আক্রমণের প্ল্যান করছে পাকিস্তান
#নয়াদিল্লি : ইন্টিলিজেন্স ব্যুরো ভারত সরকারকে সতর্কবার্তা জারি করল ৷ আইবি রিপোর্ট অনুযায়ি পাকিস্তানি সেনা রাজস্থান সীমান্ত বরাবর জায়গায় সক্রিয় হচ্ছে ৷ তারা আৃরও জানিয়েছেন ইসলামাবাদ জইশ ই মহম্মদরে প্রধান মাসুদ আজহারকে ছেড়ে দিয়েছে ৷ তারা এমনটা করেছে যাতে ভারতের ওপর জোরালো আক্রমণ চালানোর প্ল্যান করতে পারে ৷ এই ঘটনা নিয়ে জানেন দু‘জন সরকারি আধিকারিক ৷
তথ্য অনুযায়ি কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরিয়ে দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তান ৷ এরই বদলা হিসেবে তারা বড় কিছু একটা প্ল্যান করছে ৷ শিয়ালকোট, জম্মূ ও রাজস্থান সেক্টর থেকে এই ধরণের কিছু একটা ইঙ্গিত পাওয়া গেছে ৷ রাজস্থান সীমান্তের কাছে সেনা বাড়াতে শুরু করেছে পাকিস্তান ৷
advertisement
advertisement
বিএসএফ ও সেনা এই বিষয়ে সচেতন ৷ হঠাৎ কোনও বড় আক্রমণ ঠেকাতে তৈরি ভারতীয় সেনাও ৷ শুক্রবার দিন পাকিস্তানি প্রধানমন্ত্রী জানিয়েছেন , জম্মু-কাশ্মীর নিয়ে ভারত যা স্ট্যান্ড নিয়েছে সর্বশক্তি দিয়ে তার বিরোধিতা করবে ভারত ৷
দুই দেশের মধ্য কূটনৈতিক সম্পর্ক যেখানে চরম উত্তেজনার জায়গায় সেখানে টেনশন আরও বাড়িয়েছে মাসুদ আজহারকে ছেড়ে দেওয়ার ঘটনায় ৷ জইশ প্রধানকে একেবারে গোপনে ছেড়ে দিয়েছে পাক সরকার ৷ জইশ প্রধান ফের কোনও জঙ্গি আক্রমণ প্ল্যান করার জন্য সক্রিয় ৷ এছাড়াও একাধিক জঙ্গি সংগঠন ইতিমধ্যেই পাকিস্তানে প্রকাশ্যে অপারেশন প্ল্যান করছে ৷ পুলওয়ামা আক্রমণের পরেই জইশ প্রধানকে নিজেদের সুরক্ষিত কাস্টডিতে নিয়েছিল পাকিস্তান ৷
advertisement
আরও দেখুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2019 10:25 AM IST