Indians Missing: সর্বনাশ! ঘুরতে বেরিয়ে কোথায় গেলেন চার জন! আমেরিকায় তোলপাড়, চার ভারতীয় বংশোদ্ভূতর সঙ্গে কী এমন হয়েছে, কোথায় তাঁরা?

Last Updated:

Indians Missing: জানা গিয়েছে, গত ২৯ জুলাই ওই পরিবারটি বাফেলো থেকে পিটসবার্গ ও ওয়েস্ট ভার্জিনিয়ার দিকে হালকা সবুজ টয়োটা ক্যামরি গাড়িতে যাচ্ছিলেন।

কোথায় গেলেন চার জন?
কোথায় গেলেন চার জন?
নিউইয়র্ক: ভয়াবহ ঘটনা! মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এক ভারতীয় বংশোদ্ভূত পরিবারের চার প্রবীণ সদস্য রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন। ৮০-র দশকে পা দেওয়া এই চারজন ডঃ কিশোর দিবান (৮৯), আশা দিবান (৮৫), শৈলেশ দিবান (৮৬) ও গীতা দিবান (৮৪) গত ২৯ জুলাই থেকে নিরুদ্দেশ। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্থানীয় প্রশাসন।
advertisement
জানা গিয়েছে, গত ২৯ জুলাই ওই পরিবারটি বাফেলো থেকে পিটসবার্গ ওয়েস্ট ভার্জিনিয়ার দিকে হালকা সবুজ টয়োটা ক্যামরি গাড়িতে যাচ্ছিলেন। গন্তব্য ছিল মার্শাল কাউন্টির প্রসিদ্ধ “প্যালেস অফ গোল্ড”কিন্তু ৩১ জুলাই শেষবারের মতো তাদের সঙ্গে ফোনে কথা হয়েছিল পরিবারের।
advertisement
advertisement
পেনসিলভেনিয়ার ইরি শহরের একটি বার্গার কিংয়ের সিসিটিভি ফুটেজে তাঁদের শেষ দেখা গিয়েছে। ক্রেডিট কার্ড লেনদেনও সেখানেই হয়েছিল বলে জানা গিয়েছে। মার্শাল কাউন্টির শেরিফ মাইক ডোহার্টি জানিয়েছেন যে, ওই গাড়িটি বা চার যাত্রীর কোন খোঁজ এখনও মেলেনি
advertisement
পরিবারের পক্ষ থেকে মিসিং পোস্টার শেয়ার করে জানানো হয়েছে যে, “কোন তথ্য থাকলে দয়া করে আমাদের ফোন করুন”। সাধারণ মানুষের াছে সহযোগিতার অনুরোধ জানিয়েছে পরিবার
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Indians Missing: সর্বনাশ! ঘুরতে বেরিয়ে কোথায় গেলেন চার জন! আমেরিকায় তোলপাড়, চার ভারতীয় বংশোদ্ভূতর সঙ্গে কী এমন হয়েছে, কোথায় তাঁরা?
Next Article
advertisement
Monthly Horoscope November 2025: রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল নভেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement