Indian Tourists: হোটেলের ঘরে যৌনকর্মীদের গয়না, ডলার, ব্যাঙ্কের কার্ড-সহ সর্বস্ব লুঠ করে সিঙ্গাপুরে ৫ বছরের কারাদণ্ড ২ ভারতীয় পর্যটকের! সঙ্গে বেত্রাঘাত!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Indian Tourists: এর পর ষড়যন্ত্র করে ওই দুই পর্যটক৷ হোটেলের ঘরে যৌনকর্মীকে লুঠ করার পরিকল্পনা করে৷ সেদিন সন্ধ্যা ৬ নাগাদ হোটেলের ঘরে একজন যৌনকর্মীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দু’জনে।
নয়াদিল্লি : সিঙ্গাপুরে বেড়াতে গিয়ে হোটেলের ঘরে দুই যৌনকর্মীর সর্বস্ব চুরি এবং হেনস্থার অভিযোগ উঠল দুই ভারতীয় পর্যটকের বিরুদ্ধে৷ দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁদের ৫ বছর ১ মাস কারাদণ্ড হয়েছে৷ সেইসঙ্গে ১২ বার বেত্রাঘাত করা হবে৷ ‘দ্য স্ট্রেটস টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দোষী পর্যটকদের নাম আরোক্কিয়াস্বামী এবং রাজেন্দ্রন৷ গত ২৪ এপ্রিল তাঁরা ভারত থেকে সিঙ্গাপুরে পৌঁছন ছুটি কাটাতে৷ দু’ দিন পর, সিঙ্গাপুরের কাছে লিটল ইন্ডিয়া এলাকায় হাঁটার সময়, একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের কাছে এসে জিজ্ঞাসা করেন যে তাঁরা যৌনকর্মীদের পরিষেবা চান কিনা।
এরপর লোকটি চলে যাওয়ার আগে তাদের দুই মহিলার যোগাযোগের তথ্য দিয়ে দেয়। এর পর ষড়যন্ত্র করে ওই দুই পর্যটক৷ হোটেলের ঘরে যৌনকর্মীকে লুঠ করার পরিকল্পনা করে৷ সেদিন সন্ধ্যা ৬ নাগাদ হোটেলের ঘরে একজন যৌনকর্মীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দু’জনে। ঘরে ঢুকে তারা যৌনকর্মীকে হাত-পা কাপড় দিয়ে বেঁধে তাকে চড় মারে। তারা তার গয়না, নগদ ২০০০ সিঙ্গাপুর ডলার, পাসপোর্ট এবং ব্যাঙ্কের কার্ড লুঠ করে নেয়।
advertisement
পরে সেই রাতেই তারা অন্য একটি হোটেলে দ্বিতীয় মহিলাকে ডেকে পাঠায়। যখন সে পৌঁছয়, তখন তারা তাকে ডাকাতি করার জন্য তার হাত ধরে টেনে নিয়ে যায় এবং যাতে চিৎকার করতে না পারে, তার জন্য ওই যৌনকর্মীর মুখ চেপে ধরে। তারা ওই মহিলার ৮০০ সিঙ্গাপুর ডলার, দুটি মোবাইল ফোন এবং পাসপোর্ট কেড়ে নেয়, এবং তাঁকে হুমকি দেয় যে তারা ফিরে না আসা পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবে না।
advertisement
advertisement
আরও পড়ুন : মেঝেতে সন্তানের নিথর দেহ, উপরে সিলিং থেকে ঝুলন্ত মা! ১২ বছরের মেয়েকে ‘খুন’ করে নিজেকেও শেষ করলেন বধূ!
কিন্তু দুই ভারতীয় পর্যটকের কুকীর্তি চাপা থাকেনি৷ পুলিশের কাছে অভিযোগ জানান দুই যৌনকর্মী৷ আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর দুই ভারতীয় পর্যটকই বিচারকের কাছে নমনীয়তা এবং হালকা শাস্তির জন্য আবেদন করেছিলেন। একজন দোভাষীর মাধ্যমে কথা বলতে বলতে আরোক্কিয়াস্বামী বলেন, ‘‘গত বছর আমার বাবা মারা গিয়েছেন। আমার তিন বোন আছে, যাদের মধ্যে একজন বিবাহিত, এবং আমাদের কাছে কোনও টাকা নেই। সেই কারণেই আমরা এটা করেছি।’’ রাজেন্দ্রন বলেন, ‘‘আমার স্ত্রী এবং সন্তান ভারতে একা থাকে, এবং তারা আর্থিকভাবে কষ্ট পাচ্ছে।’’ সিঙ্গাপুর দৈনিকের প্রতিবেদন অনুসারে, যারা ডাকাতির সময় স্বেচ্ছায় আঘাত করে তাদের ৫ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং কমপক্ষে ১২ বার বেত্রাঘাত করা যেতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2025 3:15 PM IST