• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • সিঙ্গাপুরে হোটেলের সুইমিং পুলে চার মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার ভারতীয় ডাক্তার

সিঙ্গাপুরে হোটেলের সুইমিং পুলে চার মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার ভারতীয় ডাক্তার

Image for representation. (News18 Creatives)

Image for representation. (News18 Creatives)

হোটেলের রুফটপ পুলে চার মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার ভারতীয় ডাক্তার ৷ ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের অন্যতম অভিজাত হোটেল মেরিনা বে স্যান্ড হোটেল কমপ্লেক্সে ৷

 • Share this:

  #সিঙ্গাপুর: হোটেলের রুফটপ পুলে চার মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার ভারতীয় ডাক্তার ৷ ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের অন্যতম অভিজাত হোটেল মেরিনা বে স্যান্ড হোটেল কমপ্লেক্সে ৷ হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷

  ঘটনাটি ঘটে গত ২৮ জুন ৷ অভিযোগকারিনীদের দাবি, বৃহস্পতিবার রাত ৯টা হোটেলের ৫৭ নম্বর ফ্লোরে ৯টা নাগাদ সুইমিং পুলে যান তারা ৷ সেই সময় সুইমিং পুলে একাই ছিলেন সেই ডাক্তার ৷ সাঁতার কাটার অজুহাতে জলের নিচ দিয়েই ওই চার মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করেন অভিযুক্ত ডাক্তার ৷ প্রথমে ওই মহিলারা বিষয়টি এড়িয়ে গেলেও পরে সুইমিং পুলের নিরাপত্তারক্ষীর কাছে গিয়ে ওই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ জানান তারা ৷

  পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ডাক্তারের নাম জগদীপ সিং অরোরা ৷ নিজের স্ত্রী এবং মেয়েকে নিয়ে সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়েই বিপাকে পড়লেন ৷ যৌন হেনস্থার অভিযোগে দু’সপ্তাহের জন্য আটক করা হল তাকে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় সুইমিং পুলে নামার জেরেই এমন ঘটনাটি ঘটেছে ৷ প্রসঙ্গত, পুলিশি জেরার মুখে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন ওই ডাক্তার ৷

  First published: