Khalistani Terrorist: খালিস্তানপন্থী জঙ্গি খুনের জের! দু’দেশের সম্পর্কে চিড়, কানাডাবাসীর জন্য ভিসা পরিষেবা বন্ধ করল ভারত

Last Updated:

ট্রুডো এই কথা বলার পরেই বহিষ্কার করা হয় কানাডায় থাকা এক কূটনীতিককে৷ ট্রুডো সরকারের দাবি, ওই ব্যক্তি, কানাডায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর প্রধান ছিলেন৷ যদিও নিজ্জর খুন নিয়ে কানাডার তোলা অভিযোগ ‘অবাস্তব’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’বলে দাবি করেছে ভারত৷

নয়াদিল্লি: ইন্দো-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েনের মাঝেই সামনে এল আরও এক খবর৷ সম্প্রতি কানাডায় থাকা একটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিসেসের ওয়েবসাইটে নোটিস দিয়ে জানানো হয়েছে, আপাতত ভারতের ভিসার জন্য কানাডার নাগরিকদের আবেদন স্থগিত রাখা হয়েছে৷ এর পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি পারস্পরিক সম্পর্কে টানাপড়েনের জেরে কানাডার নাগরিকদের ভারতের ভিসা দেওয়া বন্ধ রাখল ভারত?
ওই ওয়েবসাইটে জানানো হয়েছে, ২১ সেপ্টেম্বর থেকেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে৷ পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ বন্ধ থাকছে বলে জানানো হয়েছে ওই ওয়েবসাইটে৷
যদিও ভারত সরকারের তরফে ভিসা পরিষেবা বন্ধ রাখার বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি৷ তবে বিএলএস ইন্টারন্যাশনাল সরকারের একটি আউটসোর্স পার্টনার যারা ভারতে আসার জন্য কানাডার নাগরিকদের ভিসার আবেদন গ্রহণ করে থাকে৷
advertisement
advertisement
আরও পড়ুন: ইন্দো-কানাডা টানাপড়েনের মাঝেই ফের খুন, গ্যাংওয়ারের বলি আরেক খালিস্তানি জঙ্গি
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর গত মঙ্গলবারের বয়ান নিয়ে ইতিমধ্যেই দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বড়সড় আঘাত লেগেছে৷ গত তিন-চারমাস ধরেই কানাডায় থাকা খালিস্তানপন্থীরা দাবি করে আসছিলেন৷ গত মঙ্গলবার কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সেই একই অভিযোগ এনেছেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ তিনি জানিয়েছেন, খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জর খুনে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার ‘প্রমাণ’ কানাডা সরকারের হাতে রয়েছে৷
advertisement
ট্রুডো এই কথা বলার পরেই বহিষ্কার করা হয় কানাডায় থাকা এক কূটনীতিককে৷ ট্রুডো সরকারের দাবি, ওই ব্যক্তি, কানাডায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর প্রধান ছিলেন৷ যদিও নিজ্জর খুন নিয়ে কানাডার তোলা অভিযোগ ‘অবাস্তব’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’বলে দাবি করেছে ভারত৷
আরও পড়ুন: খালিস্তানি নেতা খুন নিয়ে দ্বৈরথ! কানাডায় থাকা পড়ুয়াদের সতর্ক করল ভারত, অ্যাডভাইজারি জারি বিদেশমন্ত্রকের
এরমাঝেই গত বুধবার কানাডায় থাকা বা বেড়াতে যাওয়া ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা প্রকাশ করেছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক৷ তাতে জানানো হয়েছে, কানাডার একাধিক জায়গা থেকে ভারতীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের খবর আসছে৷ সেই কারণে, কানাডা নিবাসী ভারতীয়রা যাতে উপদ্রুত এলাকা এড়িয়ে চলেন এবং সাবধানী থাকেন৷ বৃহস্পতিবার কানাডার নাগরিকদের জন্য ভিসা সেওয়ার পদ্ধতিও আপাতত সাসপেন্ড করেছে ভারত৷
advertisement
প্রসঙ্গত, গত মঙ্গলবারই ভারতে আসা কানাডার নাগরিকদের উদ্দেশ্যে অ্যাডভাইজারি জারি করেছিল সে দেশের প্রশাসন৷ ভারতের এই পদক্ষেপ তারই পাল্টা বলে মনে করছেন বিশেষজ্ঞেরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Khalistani Terrorist: খালিস্তানপন্থী জঙ্গি খুনের জের! দু’দেশের সম্পর্কে চিড়, কানাডাবাসীর জন্য ভিসা পরিষেবা বন্ধ করল ভারত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement