India about Pakistan: ‘অন্য দেশে সন্ত্রাস ছড়ায়, নিজের দেশে বোমা ফেলে,’ রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে তুলোধনা ভারতের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এদিন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিমান হানার প্রসঙ্গও উত্থাপন করেন ভারতের প্রতিনিধি৷ গত সোমবার ভোরবেলা পাকিস্তানের JF-17 খাইবার পাখতুনখোয়ার মাত্রে দারা গ্রামে ৮টি LS-6 বোমা ফেলে৷ যার জেরে প্রাণ হারান প্রায় ৩০ জন সাধারণ পাকিস্তানি নাগরিক৷
নিউ ইয়র্ক: রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের বৈঠকের মঞ্চে দাঁড়িয়ে আরও একবার প্রতিবেশী পাকিস্তানের তুলোধনা করল ভারত৷ জানাল, পাকিস্তান শুধু যে বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাস ছড়াই তা-ই নয়, নিজের দেশেই বোমা ফেলে তারা৷
মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ভারতীয় প্রতিনিধি কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী বলেন, ‘‘আমাদের ভূখণ্ডের প্রতি লোভ করার পরিবর্তে, তাদের অবৈধ দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড খালি করুক৷ সাধারণ মানুষের জীবন ধারণের উপযোগী অর্থনীতি তৈরি করুক৷ সামরিক আধিপত্যের দ্বারা বিধ্বস্ত রাজনীতি এবং নিপীড়নের দ্বারা কলঙ্কিত মানবাধিকার রেকর্ডকে ফিরিয়ে নিয়ে গিয়ে মানুষের উপরে মনোনিবেশ করুক৷ ’’
advertisement
advertisement
এদিন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিমান হানার প্রসঙ্গও উত্থাপন করেন ভারতের প্রতিনিধি৷ গত সোমবার ভোরবেলা পাকিস্তানের JF-17 খাইবার পাখতুনখোয়ার মাত্রে দারা গ্রামে ৮টি LS-6 বোমা ফেলে৷ যার জেরে প্রাণ হারান প্রায় ৩০ জন সাধারণ পাকিস্তানি নাগরিক৷
advertisement
আরও পড়ুন : মান-সম্মান আর রইল না! ট্রাম্প-মেলানিয়া গিয়ে দাঁড়াতেই স্তব্ধ এসক্যালেটর…কে করেছে? কে করেছে? খুঁজতেই যা বেরল..
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং পূর্বতন ফেডারেল শাসিত উপজাতীয় অঞ্চলে (FATA) বিদ্রোহের শিকড় ২০০০ সালের গোড়ার দিকে রয়েছে৷ সেই সময় মার্কিন হানার হাত থেকে বাঁচতে ২০০১ সালে আল-কায়েদা এবং তালেবান যোদ্ধারা ডুরান্ড লাইনের ওপারে আশ্রয় নিয়েছিল।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
September 24, 2025 2:47 PM IST
