India gives strong message to Pakistan at UN: জম্মু কাশ্মীর- লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, থাকবে! ইমরানকে কড়া দিল ভারত

Last Updated:
আজ রাষ্ট্রপুঞ্জে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ Photo- File
আজ রাষ্ট্রপুঞ্জে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ Photo- File
#নিউ ইয়র্ক: জম্মু কাশ্মীর (Jammu and Kashmir) এবং লাদাখ (Ladakh) ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং সর্বদা থাকবে৷ রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) করা মন্তব্যের জবাব এ ভাবেই দিল ভারত৷ রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাক প্রধানমন্ত্রীর  (Pakistan PM Imran Khan) বক্তব্যের জবাব দিতে গিয়ে ভারত পাল্টা দাবি করেছে, পাকিস্তান যে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেয় এবং জঙ্গিদের মদত দেওয়াটাই তাদের নীতি, এটা প্রতিষ্ঠিত সত্য (India gives strong message to Pakistan at UN)৷
পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রীর অভিযোগের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে স্পষ্ট বলেন, 'জম্মু কাশ্মীর (Jammu and Kashmir) এবং লাদাখের (Ladakh) কেন্দ্রশাসিত অঞ্চল ভারতে অবিচ্ছেদ্য এবং অভিন্ন অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে৷' এমন কি, কাশ্মীরের যে অংশ পাকিস্তান বেআইনি ভাবে দখল করে রেখেছে, তা ধরে নিয়েই এই দাবি করেছে ভারত৷
advertisement
advertisement
প্রসঙ্গত, রাষ্ট্রপুুঞ্জের সাধারণ পরিষদে বক্তব্য রাখতে গিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বার বারই কাশ্মীর প্রসঙ্গ টেনে আনেন৷ কাশ্মীর নিয়ে একাধিক আপত্তিকর এবং মিথ্যে অভিযোগ করেন পাক প্রধামন্ত্রী৷ বিজেপি সরকারের অধীনে ভারতে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব বাড়ছে বলেও বিশ্বমঞ্চে অভিযোগ করেন তিনি৷ এর পরই কড়া জবাবের পথে হাঁটল ভারত৷
advertisement
আজই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে বক্তব্য রাখার কথা৷ ভারতীয় সময় সন্ধে সাড়ে ছ'টা নাগাদ ভাষণ দেবেন মোদি৷ ভারতীয় প্রধানমন্ত্রীও পাকিস্তানকে যে কড়া জবাবই দেবেন, তা একরকম নিশ্চিত৷
গতকাল হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি৷ এর পর আমেরিকার রাষ্ট্রপতি, অস্ট্রেলিয়া এবং জাপানের প্রধানমন্ত্রীদের সঙ্গে কোয়াড শীর্ষ বৈঠকে অংশ নেন মোদি৷ দুই বৈঠকের পর ভারতের তরফে সরকারি বিবৃতি প্রকাশ করা হয়৷ সেখানেও দাবি করা হয়েছে, কোয়াড শীর্ষ বৈঠকে পাকিস্তানের উপরে সতর্ক নজর রাখার সিদ্ধান্ত নিয়েছেন চারটি দেশের রাষ্ট্র প্রধানরাই৷ একই সঙ্গে ভারতের তরফে অভিযোগ করা হয়েছে, আফগানিস্তানে তৈরি হওয়া সঙ্কটেও উস্কানি দিয়েছে পাকিস্তান৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
India gives strong message to Pakistan at UN: জম্মু কাশ্মীর- লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, থাকবে! ইমরানকে কড়া দিল ভারত
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement