Donald Trump: 'আশা করি এই সংঘাত দ্রুত শেষ হবে'- পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত প্রসঙ্গে মন্তব্য ট্রাম্পের

Last Updated:

মঙ্গলবার মধ্যরাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু জায়গায় ঢুকে একের পর এক জঙ্গিঘাঁটি নিশ্চিহ্ন করেছে ভারতীয় সেনাবাহিনী। এর কিছুক্ষণের মধ্যেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের আবহে কী বললেন ট্রাম্প? (image- collected)
পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের আবহে কী বললেন ট্রাম্প? (image- collected)
ওয়াশিংটন: মঙ্গলবার মধ্যরাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু জায়গায় ঢুকে একের পর এক জঙ্গিঘাঁটি নিশ্চিহ্ন করেছে ভারতীয় সেনাবাহিনী। এর কিছুক্ষণের মধ্যেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের এই প্রত্যাঘাত প্রসঙ্গে তিনি বলেন, আশা করি এই সংঘাত শীঘ্রই শেষ হবে।
এই প্রসঙ্গে তিনি বলেন, “এটা খুবই লজ্জাজনক। আমরা ওভাল অফিসে যাওয়ার সময়েই এই ঘটনাটা শুনলাম। আমরা জানি তারা বহু বছর ধরেই লড়াই করছে, কয়েক দশক ধরে। আমি আশা করি এই সংঘাত শীঘ্রই শেষ হবে।”
advertisement
advertisement
নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যরাতে অপারেশন সিঁদুর একদম নিশানা ভিত্তিক এবং লক্ষ্যবস্তু নির্ভর করে করা হয়েছিল। এই প্রিসিসন স্ট্রাইকে কোনও পাকিস্তানি সামরিক বাহিনী বা পরিকাঠামোর কোনও ক্ষতি করা হয় নি।
কিন্তু, পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষ থেকে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই, ভাওয়ালপুর, কোটলি এবং মুজফফরাবাদে বিমান হামলার কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তান বায়ু সেনা।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: 'আশা করি এই সংঘাত দ্রুত শেষ হবে'- পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত প্রসঙ্গে মন্তব্য ট্রাম্পের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement