৯ বছর বাদে নিজের পোষ্যকে ফিরে এলেন মহিলা

Last Updated:

কিন্তু, তাঁর যে এমন করুণ পরিণতি হবে তা কে জানত! পোষ্যের সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণায় টানা নয় বছর কষ্ট পাওয়ার পর আবার নিজের প্রিয় পোষ্যকে ফিরে পেয়েছেন জুডিথ।

লাস ভেগাস: পোষ্যের সঙ্গে বিচ্ছেদের কথা ভাবতেই পারেন না। ধীরে ধীরে বাড়ির সদস্য হয়ে ওঠে যেন তাঁরা। ঠিক তেমনই পোষ্য ছিল লাস ভেগাসের জুডিথ মনারেজের। কিন্তু, তাঁর যে এমন করুণ পরিণতি হবে তা কে জানত! পোষ্যের সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণায় টানা নয় বছর কষ্ট পাওয়ার পর আবার নিজের প্রিয় পোষ্যকে ফিরে পেয়েছেন জুডিথ।
নিজের বাড়ির পিছনের উঠোনে একদম ছোটবেলা থেকে বড় করে তোলা এই চিহুয়াহুয়া প্রজাতির কুকুরটির নাম রাখেন, “গিজমো”। আরও দুটি কুকুরের সঙ্গেই খুনসুটি করেই বড় হয়ে উঠছিল আদরের “গিজমো”। কিন্তু, একদিন সন্ধ্যায় বাড়ির থেকে বেরিয়ে ফেরার পথে বাকি দুই পোষ্য ফিরলেও ফিরে আসে নি “গিজমো” ফেরে নি। এরপরেই খোঁজ শুরু হয়। জানা যায় কেউ বা কারা তাঁকে নিয়ে গেছে। কিন্তু হাল ছাড়েননি জুডিথ। ফেসবুকে গ্রুপ বানিয়ে খোঁজ চালাতে থাকেন। বছরের পর বছর কেটে যায় কিন্তু “গিজমো” ফেরে না। খুব সম্প্রতি তিনি একটি মেল পান সেখানে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ফিরে পান তাঁর হারিয়ে যাওয়া আদরের “গিজমো”-কে।
advertisement
advertisement
সংবাদসংস্থা ইউপিআই অনুযায়ী, একজন পশুচিকিৎসক তাঁকে রাস্তায় খুঁজে পান। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তাঁর গলায় থাকায় মাইক্রোচিপ দিয়ে যোগাযোগ করা হয় জুডিথের সঙ্গে। সঙ্গে সঙ্গেই সেখানে হাজির হন জুডিথ। কিন্তু, চিকিৎসক জানান কুকুরটির শরীরে বেশ কয়েক জায়গায় সংক্রমণ হয়ে আছে। রয়েছে দাঁতের সমস্যাও।
তাঁর আদরের “গিজমো”-র শারীরিক অসুস্থতার জন্য সোশ্যাল মিডিয়ায় অনুদানের আবেদন জানান জুডিথ। লক্ষ্য ছিল খরচ বাবদ ৪ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ টাকার। নিরাশ করেননি নেটিজেনরা। ইতিমধ্যেই অনুদানের অঙ্ক ছাপিয়ে গেছে ৬৮০৫ ডলার ভারতীয় মুদ্রায় ৫ লক্ষ টাকা।
advertisement
নেটিজেনদের এই ভালবাসা পেয়ে আবেগমিশ্রিত হয়ে জুডিথ লেখেন, “গিজমো এখন তাঁর বড় ভাই বেঞ্জির সঙ্গে সারা বাড়িতে খেলে বেড়াচ্ছে। এই আনন্দের মুহূর্ত ভাষায় প্রকাশ করা যায় না।”
বাংলা খবর/ খবর/বিদেশ/
৯ বছর বাদে নিজের পোষ্যকে ফিরে এলেন মহিলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement