Pakistan PM : শপথগ্রহণ অনুষ্ঠান সাদামাটা, থাকবেন না কোনও বিদেশি নেতা-নেত্রীও

পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খান ৷ সংগৃহীত ছবি ৷

পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খান ৷ সংগৃহীত ছবি ৷

তবুও প্রশ্ন থেকেই যায় কোনও বিদেশি নেতা-নেত্রী কি থাকবেন না ইমরানের এই শপথগ্রহণ অনুষ্ঠানে ?

  • Last Updated :
  • Share this:

    #ইসলামাবাদ: পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানকে কোনও বিদেশি নেতা বা সেলিব্রিটিকে আমন্ত্রণ করবেন না ৷ কারণ হিসেবে বলা বলা হয়েছে ইমরান খান তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান এক্কেবারে সাদামাটা রাখতে চাইছেন ৷ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান গত ২৫ জুলাই পাকিস্তানে হয়ে যাওয়া সাধারণ নির্বাচনে জনতার রায়ে সব থেকে বড় দল হিসেবে সামনে এসেছে ৷ ৬৫ বছর বয়সী ইমরান খান আগামী ১১ অগাস্ট পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন ৷

    আরও পড়ুন : আগামী ১১ অগাস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন ইমরান

    কিছুদিন আগে জানা গিয়েছিল ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিমন্ত্রণ করা হবে ৷ একই সঙ্গে নিমন্ত্রিত থাকবেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ৷ প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর, কপিল দেব, নভজ্যোৎ সিং সিধু প্রমুখরা ৷

    পাকিস্তানর একটি শীর্ষ দৈনিক সংবাদপত্রে প্রকাসিত খবরের ভিত্তিতেই জানা গিয়েছে শপথগ্রহণ অনুষ্ঠানটি অত্যন্ত সাদামাটা ও সাধারণই হবে ৷ পিটিআইয়ের তরফ থেকে জানা গিয়েছে পাকিস্তানের রাষ্ট্রপতি ভবনে দিওয়ান-এ-সদ্র-এ শপথ নেবেন ইমরান ৷

    আরও পড়ুন : Imran Khan swearing : পাক মিডিয়ায় ঘোষণা, তাও ইমরানের শপথে যাচ্ছেন না আমির !

    ইমরানকে শপথবাক্য পাঠ করাবেন পাকিস্তানের রাষ্ট্রপতি মমনুন হুসেন ৷ ইমরান জানিয়েছেন তিনি এক্কেবারে ঘরোয়া সাদামাটা অনুষ্ঠান ৷ তবুও প্রশ্ন থেকেই যায় কোনও বিদেশি নেতা-নেত্রী কি থাকবেন না ইমরানের এই শপথগ্রহণ অনুষ্ঠানে ?

    First published:

    Tags: Imaran Khan, No foreign leader, Oath Taking Ceremony, Ordianary, Pakistan PM, Programme