শুরুতেই হোঁচট, শপথ অনুষ্ঠানেই ক্ষমা চাইতে হল পাক প্রধানমন্ত্রী ইমরানকে
Last Updated:
শনিবার পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান ৷ কিন্তু শপথেই হোঁচট ৷
#ইসলামাবাদ: শনিবার পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাইশ গজের প্রাক্তন অধিনায়ক ও তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান ৷ কিন্তু শপথেই হোঁচট ৷ শপথ নেওয়ার মাঝেই ক্ষমা চাইতে হল ইমরান খানকে ৷ ব্যক্তিগত জীবন নিয়ে বারবার বির্তকে জড়িয়ে পড়া ইমরান, শপথগ্রহণেও এড়াতে পারলেন না বিতর্ক ৷
প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতি ভবনেই চলছিল নবনির্বাচিত পাক প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ৷ রাষ্ট্রীয় ভাষা উর্দুতে শপথ বাক্য পাঠ করতে গিয়েই ঘটে বিপত্তি ৷ পাক রাষ্ট্রপতি মামুন হোসেন উচ্চারণ করা প্রতিটি শপথ বাক্য উচ্চারণ করতে গিয়ে হোঁচট খান পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী ইমরান খান ৷ পুরো শপথ বাক্য ঠিকঠাক উচ্চারণ করতে পারছিলেন না পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ৷
advertisement
আরও পড়ুন
advertisement
বার বার হোঁচট খাওয়ায় একসময় ক্ষমা চেয়ে নেন নবনিযুক্ত পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তবে প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার শুরুতেই এমন বিপত্তিতে সৃষ্টি হয়েছে বিতর্ক ৷ রাষ্ট্রীয় ভাষা উর্দু নিয়ে ইমরানের অপটুতায় সোশ্যাল মিডিয়ায় উঠেছে কটাক্ষের ঝড় ৷
advertisement
১৯৯৬ থেকে ২০১৮। বাইশ বছর পর স্বপ্ন সফল। শনিবার, পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান।ইমরানের উত্থানের পথ অবশ্য এতটা মসৃণ ছিল না। ভোটে ম্যাজিক ফিগার ১৭২ থেকে কিছুটা দূরে থেমে যায় তাঁর দল পিটিআই। শেষ কামড় দেওয়ার চেষ্টা করে প্রতিদ্বন্দ্বী শাহবাজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ ও বিলাওল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি। কিন্তু, ছোট ছোট দলগুলিকে নিয়ে ম্যাজিক সংখ্যা পেরিয়ে যান ইমরান খান। পিএমএল-এন বা পিপিপি বা সেনাশাসনের ট্র্যাডিশন ভেঙে এবার নতুন সরকার পেল পাকিস্তান।
advertisement
দুর্বল অর্থনীতি। সেনা ও আইএসআইয়ের সঙ্গে ভারসাম্য রক্ষা, জঙ্গিদমন, সর্বোপরি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের রূপরেখা। তখতে বসতে না বসেই তার আঁচ পাচ্ছেন ইমরান।
এদিন ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত থেকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা তথা ইমরানের পরম বন্ধু নভজ্যোত্ সিং সিধু। মোদি থেকে সচিন বহু মানুষের কাছেই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার নিমন্ত্রণ পৌঁছলেও সিধু বাদে কেউই উৎসাহ দেখাননি ৷ নয়া পাক প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে সিধু সঙ্গে নিয়ে গিয়েছেন ভারতের বিখ্যাত কাশ্মীরি শাল ৷
advertisement
#WATCH Islamabad: Imran Khan fumbles during his oath taking speech pic.twitter.com/cPsgsjwgnD
— ANI (@ANI) August 18, 2018
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2018 1:22 PM IST