Imran Khan: ইমরান খানকে জমি দুর্নীতি মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তানে! প্রতিবাদ কাপ্তানের

Last Updated:
ইমরানের বিরুদ্ধে নতুন অভিযোগ পাকিস্তানে
ইমরানের বিরুদ্ধে নতুন অভিযোগ পাকিস্তানে
ইসলামাবাদ: ইমরান খানকে এখনও সব রকম ভাবে হেনস্থার চেষ্টা করে যাচ্ছে পাক সরকার। নতুন নতুন উপায় বের করা হচ্ছে মাথা খাটিয়ে। এবার জমি দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান ও তাঁর বোন উজমাকে সমন পাঠাল সেদেশের দুর্নীতি দমন শাখা। অভিযোগ, বাজার মূল্যের থেকে অনেকটা কম দামে লায়াহ জেলার ৬২৫ একর জমি কিনেছিলেন উজমা ও তাঁর স্বামী। ২০২১-২০২২ সালে সংশ্লিষ্ট জমির বাজার মূল্য ছিল প্রায় ৬০০ কোটি টাকা।
কিন্তু তা মাত্র ১৩ কোটি টাকায় পেয়েছিলেন উজমা। জমি হস্তান্তরের জন্য ইসলামাবাদে রাজস্ব দপ্তরের আধিকারিকদের উপর চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, জমির মালিকদেরও জলের দরে বেচতে বাধ্য করা হয়। ইতিমধ্যেই এব্যাপারে তাঁরা অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, থাল খালের জলের সাহায্যে লায়াহ জেলার পতিত জমিকে চাষযোগ্য করে তোলার উদ্যোগ নিয়েছিল প্রশাসন। এই প্রকল্পে আর্থিক সাহায্যের ঘোষণা করেছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক।
advertisement
advertisement
advertisement
পাক দুর্নীতি দমন শাখার দাবি, তৎকালীন ক্ষমতাসীন দল পিটিআই প্রধানের বোন আগে থেকেই এই প্রকল্পের কথা জানতেন। সেজন্য জমি হাতাতে স্বামীর সঙ্গে মিলে তিনি মালিকদের চাপ দিয়েছিলেন। আর এই গোটা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন ‘কাপ্তান’। এই সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে আজ, সোমবার শাখার সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে ইমরানকে।
একই দিনে উজমা ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করবেন দুর্নীতি দমন শাখার ডিজি। প্রসঙ্গত, গত ১৬ জুন ইমরান হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি আসেননি। ইমরান শিবিরের দাবি, সাধারণ নির্বাচনের আগে প্রাক্তন প্রধানমন্ত্রীকে কোণঠাসা করাই লক্ষ্য শাসক শিবিরের।
advertisement
এজন্য তাঁর বিরুদ্ধে ভুয়ো মামলা সাজানো হচ্ছে। ইমরান দাবি করেছেন শরিফ প্রশাসন নিজেরা দুর্নীতি পরায়ণ। নিজেরা দেশের মানুষের অবস্থা খারাপ করেছেন। তিনি এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বেন।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Imran Khan: ইমরান খানকে জমি দুর্নীতি মামলায় ফাঁসানোর চেষ্টা পাকিস্তানে! প্রতিবাদ কাপ্তানের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement