Sunita Williams: দরকার হলে নিজের পকেট থেকে দেব! ওভারটাইমের টাকা পাবেন সুনীতা? কী বললেন ট্রাম্প
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মহাকাশে থাকাকালীন দুই নভশ্চরের 'ওভারটাইম' বাবদ অর্থ নিজের পকেট থেকে দিতে চান তিনি।
ওয়াশিংটন: মহাকাশে থাকাকালীন দুই নভশ্চরের ‘ওভারটাইম’ বাবদ অর্থ নিজের পকেট থেকে দিতে চান তিনি। এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টানা ৯ মাস মহাকাশে আটকে থাকার পর সম্প্রতি পৃথিবীতে ফিরে এসেছেন দুই নভশ্চর সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাঁরা পৃথিবীতে ফিরতেই রীতিমত হইচই শুরু হয়ে গিয়েছে। নাসার দুই মহাকাশচারীকে পৃথিবীতে ফেরানোর কৃতিত্ব ইতিমধ্যেই নিজের কাঁধে তুলে নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে শুক্রবার তিনি ঘোষণা করলেন প্রয়োজনে তিনি মহাকাশে থাকাকালীন দুই মহাকাশচারীর ‘ওভারটাইমের’ টাকা তিনি নিজে থেকে দিতে চান। একইসঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন এলন মাস্ককেও। তাঁদের ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছিলেন মাস্ক এমনটাই দাবি করেন ট্রাম্প।
advertisement
advertisement
এই প্রসঙ্গে তিনি বলেন, “এতদিন মহাকাশে কাটানোর পরেও তাঁরা কোনও ওভারটাইম পাচ্ছেন না। যদি সম্ভব হয়, আমি আমার নিজের পকেট থেকেই সেই অর্থ দিতে ইচ্ছুক। একই সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই এলন মাস্ককে তাঁদের ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় পদক্ষেপ নেওয়ার জন্য।”
advertisement
নাসা সূত্রে খবর মহাকাশে থাকাকালীন, দুই নভশ্চর সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আর পাঁচ জন সরকারি কর্মীর মতন সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতেন। গত বছরে তাঁরা মোট ১ লক্ষ ৫২ হাজার ডলার আয় করেছেন।
advertisement
এছাড়াও প্রতি দিন ছোটখাটো নানান বিষয়ে খরচ করার জন্য তাঁদের বরাদ্দ ছিল ৫ ডলার। ২৮৬ দিন মহাকাশে থাকাকালীন ১ হাজার ৪৩০ ডলার ব্যয় হয়েছে। মহাকাশে থাকাকালীন তাঁরা অতিরিক্ত বরাদ্দ বা ওভারটাইম পাননি। সেই বিষয়েই এবার মুখ খুললেন ট্রাম্প।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 22, 2025 2:40 PM IST